

কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এর জন্য পুরো দেশে জারি ২১ দিনের লক ডাউন। তারই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, আজ অর্থাৎ ৫ এপ্রিল সকল দেশ বাসী যেন বাড়ির বৈদ্যুতিক আলো বন্ধ করে উঠোনে, ছাদে কিংবা ব্যালকনিতে প্রদীপ, মোমবাতি বা টর্চ জ্বালিয়ে রাখেন পাক্কা ৯ মিনিটের জন্য। পুরো দেশবাসীর একত্রিত হয়ে এই কাজ করা থেকে প্রমাণিত হবে দেশের কোনো মানুষ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে একা নন। ১৩০ কোটির বেশী দেশবাসী এই যুদ্ধে সকলে সকলের সহ যোদ্ধা। গত শুক্রবার সকাল নটায় জাতির উদ্দেশ্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
তবে এই আহ্বানের পরেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে নানা মুনির নানা মত। গ্রিড কোম্পানির কর্তাদের মতে এতে অত্যাধিক চাপ পড়তে পারে গ্রিড গুলিতে, ফলে ব্ল্যাকআউট হতে পারে দেশ। এবার অনেকের মতে একে পুরো দেশের ইউনিটি প্রকাশ পাবে এবং কোরোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তি পাবে সবাই, বাড়বে মনোবল। কিন্তু অনেকেরই মতে তার এই আহ্বানের পেছনে বৈজ্ঞানিক চেতনার অভাব চোখে পড়ছে।কিন্তু এর ঠিক উল্টো কথা বলছে সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষী রা। দেখে নাওয়া যাক কি বলছেন তারা।
জ্যোতিষশাস্ত্র মতে মোমবাতি জ্বালানোর গুরুত্ব
৯ হল মঙ্গলের সংখ্যা যা শক্তি বৃদ্ধি করে এবং রাত ৯টায় ৯মিনিটে মঙ্গলের প্রভাব বাড়বে দ্বিগুণ। আর এই মঙ্গলের শক্তি বৃদ্ধি হলে ইচ্ছাশক্তি, প্রতিরোধ ক্ষমতা ও লড়াই করার সাহস বেড়ে যায়। তাহলে প্রশ্ন উঠতেই পারে ৫ তারিখই কেন? এর ব্যাখ্যাও বলা হয়েছে ৫ তারিখ চাঁদ থাকবে সিংহ রশিতে, যা হলো সূর্যের রাশি। সূর্যের আলোয় পুরো বিশ্ব আলোকিত হয় তাই এইদিন যদি বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বলানো যায় তবে চাঁদের শক্তির বৃদ্ধি ঘটবে যার ফলে দেশের সব মানুষের মধ্যে শক্তি সঞ্চয় হবে।
Listen to the Padmasree awarded KK Agarwal on #9baje9minute
There is science angle to this as well.
pic.twitter.com/cNCOkZAL5i— Sagar Goud(SG) (@Sagar4BJP) April 3, 2020
আর যদি কোনো বৈদ্যুতিন লাইট না জ্বালিয়ে মোমবাতি ও প্রদীপের মাধ্যমে আলো জ্বলানো যায় তবে রাহু দুর্বল হবে এবং এতে বাড়বে সুস্বাস্থ্য। এইজন্য পরামর্শ দাওয়া হচ্ছে তেলের প্রদীপ জ্বালাতে এবং মূলত সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে এবং যদি ঘি এর প্রদীপ জ্বলানো হয় তবে তাতে কর্পূর দিতে হবে।মোমবাতি জ্বালানো এর ক্ষেত্রে জোয়ান ছিটিয়ে দিতে হবে।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী মোমবাতি জ্বালানোর গুরুত্ব
৫ হল বুধের সংখ্যা যা মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করবে, আবার ০৫-০৪-২০২০ অর্থাৎ আজকের তারিখের সংখ্যাগুলি যোগ করলে আসে ১৩। আবার ১+৩ হল ৪,যা রাহুর সংখ্যা। আর এই মুহূর্তে দেশের রাহু হলো এই ভাইরাস, যার বিরুদ্ধেই লড়তে হবে দেশকে।
আরও পড়ুন :- মাস্কের নামে জাঙিয়া পাঠিয়ে পাকিস্তানকে চুনা লাগাল চিন
অন্যদিকে রাতের সময়টা হয় শনির এবং সেই সময় প্রদীপ জ্বালালে তা মঙ্গলের শক্তি বৃদ্ধি করে, তার ওপর মঙ্গলের সংখ্যা ৯। রাত ৯ টা ৯ যদি প্রদীপ জ্বলানো হয় তবে তা মঙ্গলকে অত্যধিক শক্তিশালী করবে। ৯ একটি বৃত্তকে (১ থেকে ৯) সম্পূর্ণ করে এবং ভাইরাস রুপি রহুকে শেষ করার ভার বহন করে ৯।