Happiest State of India : ভারতীয় পর্যটকদের মধ্যে উত্তর ভারত-এর (North India) পর্যটন কেন্দ্রগুলো বেশি জনপ্রিয়। কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে উত্তর পূর্ব ভারতে। তাও খুব কম পর্যটকই এখানে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানগুলির জনপ্রিয়তা কম বলেই বেশি পর্যটকদের ভিড় দেখা যায় না এখানে। এখনও দেশের বহু মানুষ আছেন যারা উত্তর-পূর্ব ভারতকে দেশের অংশ বলে মনে করে না।
কিন্তু এই উত্তর পূর্ব ভারতে রয়েছে দেশের সবথেকে সুখী রাজ্য (Happiest State of India)। উত্তর পূর্ব ভারতে অনেকগুলি রাজ্য আছে যাদের মধ্যে অন্যতম হলো মিজোরাম (Mizoram)। মিজোরাম রাজ্যকেই দেশের সবথেকে সুখী রাজ্য বলা হয়। প্রশ্ন উঠতে পারে কেনই রাজ্যকে সুখী রাজ্য বলা হয়? এর পিছনে রয়েছে কারণ। সেই কারণগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
শিক্ষার হার : মিজোরাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় তার পাশাপাশি নিজের নামে প্রচুর শিক্ষিত ব্যক্তি থাকে। সেই রাজ্য শিক্ষার হার প্রায় ১০০ শতাংশ। রাজ্যের প্রতিটি মানুষই শিক্ষিত। দেশে শিক্ষার হারের দিক থেকে এই রাজ্যে স্থান রয়েছে দ্বিতীয় নম্বরে।
অনগ্রসর থেকে অগ্রসর হওয়া : উন্নতির দিক থেকেও দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেক এগিয়ে মিজোরাম। এক সময় মিজোরামের লংটলাই জেলা ছিল রাজ্যের সবচেয়ে পিছিয়ে পরা রাজ্য। বর্তমান সময় এই জেলাটি রাজ্যের সব থেকে উন্নত জেলাগুলোর মধ্যে একটি। ‘কান সিকুল, কান হুয়ান’ নামক একটি ধারনা উপর নির্ভর করেই এই জেলার উন্নতি করা হয়েছে। এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আইএএস অফিসার শশাঙ্ক আলার।
অনুপ্রাণিত যুব ও লিঙ্গ সমতা : মিজোরাম রাজ্যের নারী-পুরুষ সকলেই কম বয়স থেকে আর্থিকভাবে স্বাধীন থাকায় বিশ্বাসী। ছোট্ট এই পাহাড়ি রাজ্যটি গোটা দেশের কাছে সবচেয়ে বড় উদাহরণ কারণ এই রাজ্য লিঙ্গ বৈষম্য ঘটনা প্রায় দেখা যায় না বললেই চলে। কর্মক্ষেত্রে সকলকে সমান অধিকার দেওয়া হয়।
সামাজিক চাপ : মানুষের মধ্যে সামাজিক চাপও খুব কম। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বে ও এখানকার মানুষ সব ধরনের কাজ করে। এখানকার কোন কলেজের শিক্ষক শিক্ষিকাদের আচরণ ও নম্বর ভদ্র। এরফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার সময় কোন অসুবিধা হয় না।
আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, দেশের সবথেকে সুন্দরী এই IAS অফিসারকে দেখলে ফেরাতে পারবেন না চোখ
কেন যাবেন মিজোরামে? : তবে মিজোরাম রাজ্যের সব থেকে বড় সম্পদ হল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের রাজধানী আইজলে সব থেকে বেশি পর্যটকদের দেখা যায়। এছাড়াও এখানকার বিখ্যাত নীল পাহাড় বা লুসাই পাহাড় পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে এই রাজ্য নিয়ে। যে নানা ধরনের উপজাতিদের বাস রয়েছে। এরাজ্যের খুব কাছেই অবস্থিত বাংলাদেশ। তাই সেই দেশের অনেক নদী এই রাজ্য হয়েই বাংলাদেশে প্রবেশ করেছে।
আরও পড়ুন : মুকেশ আম্বানির কনভয় খরচ কত? জানলে লজ্জা পাবেন রাষ্ট্রনেতারাও