বাংলা সিরিয়ালের জামাইরা শ্বশুর বাড়ি ক্ষতি চাইছে কেন, পিসেমশাইদের হাবভাব দেখে উঠছে প্রশ্ন

সদ্য জামাইষষ্ঠী গিয়েছে। বাংলা টেলিভিশনের (Bengali Telivision) জামাইদের অনস্ক্রীন এবং অফস্ক্রিনে বেশ জমিয়ে জামাই আদর পেতে দেখা যাচ্ছে। জামাইষষ্ঠী নিয়ে স্পেশাল কিছু করার পরিকল্পনা রেখেছে বাংলা টেলিভিশন চ্যানেলগুলো। ইতিমধ্যেই বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জামাইদের নিয়ে বেশ খটকা দেখা দিচ্ছে দর্শকদের মনে। বিশেষত নায়কের পিসেমশাইদের নিয়ে বেশ চিন্তায় আছেন তারা।

দর্শকদের চিন্তা অবান্তর কিছু নয়। কারণ সত্যি সত্যিই ইদানিং দেখা যাচ্ছে বাংলা টপ ধারাবাহিকগুলোতে পিসেমশাইরা প্রায় সকলেই শ্বশুরবাড়ির ক্ষতি করতে চাইছেন! মিঠাই (Mithai), মন ফাগুন (Mon Phagun), গাঁটছড়া (Gantchhora), সব ধারাবাহিকেরই ভিলেন হলেন নায়কের পিসেমশাই। কেন পিসেমশাইরা ভিলেন হয়ে দাঁড়াচ্ছেন? আপনজনদের ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছেন কেন? কেনই বা তাদের এমন নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে? প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের একাংশ এই বিষয়ে তাদের মতামত রাখছেন। তাদের দাবি বাংলা ধারাবাহিকগুলো পিসেমশাইদের ভিলেন হিসেবে তুলে ধরার জন্য যেন উঠে পড়ে লেগেছে! বেশিরভাগ ধারাবাহিকেই ভিলেন হিসেবে যাদের দেখানো হচ্ছে তারা সম্পর্কে নায়কের পিসেমশাই! বাড়ির জামাইরা কেনই বা শ্বশুরবাড়ির ক্ষতি চাইবে? জামাইষষ্ঠীর এই মরসুমে এই প্রশ্নই রাখছেন দর্শকদের একাংশ।

মিঠাই ধারাবাহিকে যেমন সিদ্ধার্থের পিসেমশাই মোদক পরিবারের ক্ষতি করতে ওমি আগরওয়ালের সঙ্গে হাত মিলিয়েছেন! তিনি ওমির সঙ্গে হাত মিলিয়ে সিদ্ধার্থকে খুন করতে পর্যন্ত পিছপা হননি। আরেক দিকে ‘এই পথ যদি না শেষ হয়’তেও উর্মির পিসি এবং পিসেমশাই কালপ্রিট! উর্মিকে খুন করে তার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছেন তারা!

অন্যদিকে ‘মন ফাগুন’ ধারাবাহিকেও ঋষির পিসেমশাইকে প্রথম প্রথম নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছিল। এখন অবশ্য তার চরিত্রের পরিবর্তন এসেছে। এখন তিনি ঋষি এবং পিহুর পাশে থেকে সাহায্য করেন। গাঁটছড়া ধারাবাহিকে ঋদ্ধির পিসেমশাই আবার ঋদ্ধি-খড়ির ক্ষতিই চান! তাই দর্শকদের মনে এই প্রশ্ন দেখা দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়।