প্রতিটি মেয়ে যুগ যুগ ধরে শিবের মতই বর চান। কিন্তু কেন, কেন তারা শিবের মতই বর চান? আরও তো অনেক দেবতা – ব্রহ্মা, বিষ্নু অনেকেই তো আছেন! শিবের মতো বর পাওয়ার প্রার্থনা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু কেন তারা এমনটা চায় এই ধারণা এখনও স্বচ্ছ নয় অনেকের কাছেই।
শিবরাত্রি মহিলারা কেন পালন করেন তার কোন একটি কারন নেই। মনে করা হয় যে, শুধু শিবের মত বর পাবার জন্যই নয় জীবনের সাফল্য আর সমৃধি চেয়েও মেয়েরা এই ব্রত করেন। শিবরাত্রিতে বাবহৃত প্রত্যেকটি উপাদানের উপকারিতা আছে। তাও মহিলাদের শিবরাত্রি করার একটি কারন। এছাড়া ভগবান শিব হলেন সৃষ্টিকর্তা তাই তার কৃপায় সমস্ত সমস্যা দূর সম্ভব। এই বিশ্বাস থেকেও মহিলারা শিবরাত্রি করেন।
মেয়েরা কেমন স্বামী পছন্দ করে
প্রতিটি মেয়ের স্বপ্ন তার স্বামী তার মনের মত হবে, তার সব কথা শুনবে, তাকে সর্বদা সাপোর্ট করবে এবং যথেষ্ট সম্মান করবে। মেয়েরা চায় তার স্বামী যেন সুখে দুঃখে বিপদে আপদে সব সময় নিজের স্ত্রীর পাশে থাকে। যে কোন পরিস্থিতিতে নিজের স্ত্রীকে মানসিক সাপোর্ট দেওয়ার মত ক্ষমতা রাখে।
মেয়েরা শিবের মতো বর চায় কেন?
শাস্ত্রে শিবকে একজন সত্যিকারের প্রেমিক ও স্বামীরুপেও স্থান পেয়েছেন। স্ত্রীর প্রেমে তিনি এতটাই অন্ধ ছিলেন যে সতীর দেহত্যাগের পর তিনি তার দেহ নিয়ে সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছিলেন রাগে।
মেয়েরা শিবের মতো স্বামী চায় কেন?
তিনি মা পার্বতীকে স্ত্রী হিসেবে বিশেষ স্থান দিয়েছেন। অর্ধাঙ্গিনী হিসেবে নিজের পায়ের কাছে নয়, বসিয়েছেন নিজের পাশে। শিবের মধ্যে সাংসারিক কোনো জটিলতা নেই। কারণ তিনি সাদামাটা তাই তার মতো স্বামীকে প্রসন্ন করা খুবই সহজ কাজ।