এই একটি কারণেই ঐশ্বর্য রায় পর্দায় কোনও দিন চুমু খাননি

বলিউড সুন্দরী ঐশ্বর্য রাই। যার সৌন্দর্য্যকে এক কথায় ব্যাখ্যা করা যায় না। ভারতের এই মিস ওয়ার্ল্ড একসময় বলিউডে চুটিয়ে অভিনয় করেছেন। মাঝে অবশ্য বেশ কয়েক বছরের ব্রেকও নিয়ে নিয়েছেন মেয়ে আরাধ্যাকে সঠিকভাবে বড় করে তোলার জন্য। সাধারনত এই সুন্দরীকে রোম্যান্টিক বলিউড সিনেমাতেই দেখা গিয়েছে বেশি। তবে আধুনিক নায়িকাদের মত একেবারেই নন এই অভিনেত্রী।

অনস্ক্রিন বহু রোমান্টিক দৃশ্যে অভিনয় করলেও ঐশ্বর্যকে কখনোই তার সহ-অভিনেতাকে চুম্বন করতে দেখা যায়নি। অথচ চুম্বন দৃশ্য বলিউডে বিগত বেশ কয়েক বছর ধরেই বেশ ট্রেন্ডে রয়েছে। হলিউডের মতো বলিউডও মজেছে রোমান্টিক চুম্বন দৃশ্যে। কিন্তু ঐশ্বর্য কখনোই সেইসবের ধার দিয়েও যান নি। কেন? সম্প্রতি তার উত্তর দিলেন ঐশ্বর্যের স্বামী অভিষেক বচ্চন।

সম্প্রতি ঐশ্বর্য এবং অভিষেক একটি অপেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। যেখানে অপেরা ঐশ্বর্যকে সরাসরি প্রশ্ন করে, ‘তুমি কখনও পর্দায় চুমু খাওনি কেন?’ ঐশ্বর্য অবশ্য সরাসরি এই প্রশ্নের জবাব দেননি। তিনি সঙ্গে সঙ্গেই অভিষেকের দিকে ঘুরে গিয়ে তাকে বলেন ‘গো অন বেবি…’। এরপরেই দেখা গেল সেই বহু প্রতীক্ষিত দৃশ্য!

জুনিয়র বচ্চন পর্দায় স্ত্রী ঐশ্বর্যের গালে আলতো করে চুম্বন করেন। অর্থাৎ অন স্ক্রীন ঐশ্বর্যকে চুম্বন দৃশ্যে শেষমেষ দেখার সুযোগ হলো নেটিজেনদের। অভিষেকের কান্ড দেখে হেসে গড়াগড়ি অপেরা এবং সেই অনুষ্ঠানে উপস্থিত বাকি দর্শকরা। এর পরেই অবশ্য অভিষেক অপেরার প্রশ্নের জবাব দিলেন।

অভিষেক মনে করেন ভারতীয় সিনেমায় চুম্বন দৃশ্যের ততটা প্রয়োজনীয়তা নেই। পাশ্চাত্য সংস্কৃতিতে চুম্বন দৃশ্য অত্যন্ত স্বাভাবিক ভাবেই নেওয়া হয়। তবে ভারতের ক্ষেত্রে তেমনটা নয়। বিষয়টি আরো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য একটি উদাহরণ দিলেন অভিষেক।

“যেমন ধরুন, ভারতীয় ছবিতে যদি এমন কোনও দৃশ্যের পরিকল্পনা হয়, যেখানে একটা ছেলে একটা মেয়েকে দেখবে, ভালোবাসবে এবং এরপর এক অপরকে নিজেদের মনের কথা বলবে, তাহলে ভালোবাসার অভিব্যক্তি হিসাবে পশ্চিমী ছবিতে তাঁরা একে অপরকে চুমু খাবে আর বলিউডের ছবিতে একটা রোম্যান্টিক গান শুরু হয়ে যাবে। সেটা কি বেশি ইন্টারেস্টিং নয়? অন্তরঙ্গ একটা মুহূর্ত শুরু হবে…তারপরেই একদম সোজা কোনও বরফঢাকা পাহাড়ে পৌঁছে যাবেন আপনি..এরপর নাচ-গান। সেটা তো বেশি মনোগ্রাহী। আমার তো তাই মনে হয়’।

স্বামীর কথায় সায় দেন রাই সুন্দরী। তিনিও এমনটাই মনে করেন। তারও মনে হয় ভারতীয় সিনেমায় চুম্বন দৃশ্যের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। ঐশ্বর্য এবং অভিষেকের এই বিষয়ে ধারণাগত মিল রয়েছে। আর হবে নাই বা কেন? মনের মিল না হলে কি আর অন স্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিন তাদের কেমিস্ট্রি গড়ে উঠতে পারত? একেবারেই না।

https://youtu.be/74ZJnoIutHM