Who Was Jadoo In Koi… Mil Gaya Movie : বলিউড (Bollywood) -র ইতিহাসে স্রেফ ‘জাদু’ (Jadu) নামটুকুই যথেষ্ট। ২০০৩ সালে রাকেশ রোশনের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘কোই মিল গয়া'( Koi… Mil Gaya) ছবিটি। হৃত্বিক রোশান (Hrithik Roshan) এবং প্রীতি জিন্টা (Preity Zinta) -র পাশাপাশি ছবির অন্যতম প্রধান চরিত্র ‘জাদু’ সবথেকে বেশি নজর করেছিল দর্শকদের। মনও ছুঁয়েছিল। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই জাদু চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য কার হাত ছিল? চলুন জেনে নিই সেই রহস্য।
নীল রঙের বড়সড় মাথার বামন এক এলিয়েন, রোদ যার প্রধান খাদ্য। বোকাসোকা রোহিত ওরফে হৃতিক রোশনের জীবনে এসে যে তার দুনিয়াটাই বদলে দিয়েছিল। কোই মিল গয়া মুক্তির বহু বছর পরেও আইকনিক হয়ে রয়েছে জাদু চরিত্রটি। কিন্তু জাদু নামক এলিয়েনের ভূমিকায় আসলে কে অভিনয় করেছিল তা জানেন কী?
ওই চরিত্রটা তো রোবট জাতীয় কিছু একটাকে সুন্দর করে সাজিয়ে চালিয়ে দেওয়া হত। আর বাকিটা ক্যামেরার কারসাজি! না, জাদুর চরিত্রে অভিনয় করেছিলেন এক বলিউড অভিনেতা। নাম ইন্দ্রবদন পুরোহিত (Indravadan Purohit)। বলিউডের এই বামন অভিনেতাই মুখোশ এবং বিশেষ পোশাক পরে হয়ে উঠেছিলেন জাদু। বছরের পর বছর ধরে জাদুকেই চিনে এসেছে মানুষ, তার আড়ালে চাপা পড়ে গিয়েছেন ইন্দ্রবদন।
তার নিয়মিত উপস্থিতি ছিল বেশ কিছু জনপ্রিয় কমেডি ধারাবাহিকে। তিনি তার কেরিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছিলেন ইন্দ্রবদন। পাশাপাশি ‘বাল বীর’, ‘তারক মেহতা কা উলটা চশমা’র মতো সিরিয়াল, এমনকি হলিউড ছবি ‘লর্ড অফ দ্য রিংস- দ্য ফেলোশিপ অফ দ্য রিং’ এও অভিনয় করেছেন তিনি।তবে হয়তো অনেকেই জানেন না ২০০১ সালের বিখ্যাত হলিউড ছবি ‘লর্ড অব দ্য রিঙ্গস’ ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রবদন।
আর এর পরই তিনি সুযোগ পান রাকেশ রোশনের প্রজেক্টে জাদুর চরিত্রে। যদিও জানা যায়, জাদু চরিত্রটির জন্য ৩০-৪০ জনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষমেষ চরিত্রটি বাগিয়ে নেন ইন্দ্রবদন। তবে জাদু হয়ে ওঠার জন্য ওজনও ঝরাতে হয়েছিল তাকে। জাদুর মুখোশ এবং পোশাক তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ান দম্পতি জেমস কলনার এবং লারা। জানা যায়, মুখোশটি এতটাই ভারী ছিল যে প্রত্যেকটা দৃশ্যের পর অক্সিজেন দিতে হত ইন্দ্রবদনকে। ৪-৬ ঘন্টা লেগে যেত এক একটা দৃশ্য শুট করতে।
আরও পড়ুন : শাহরুখ, সালমান, আমির নন! বলিউডের কোন নায়ক ৮০০০ কোটির ব্যবসা করেছেন জানেন?
আরও পড়ুন : ‘জওয়ান’-এ মেট্রোর সেট কীভাবে তৈরি করা হয়েছে? দেখুন ছবিগ্যালারি
তবে শোনা যায়, জাদু রূপী ইন্দ্রবদনকে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলেন রাকেশ রোশন। কারণ তিনি চাননি এই জনপ্রিয় জাদু চরিত্রটির পেছনে কে আছেন তিনি তা সকলকে জান্নাতে চাননি। তাই তার এতবড় চরিত্রটি অজানাই থেকে গিয়েছে বেশিরভাগ মানুষের কাছে। এছাড়াও জাদুর মুখোশের আড়ালে থাকা এই মানুষটি আগাগোড়াই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তাই আট থেকে আশি— সব বয়সের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে হয়ে ওঠা জাদুর আসল জাদুকরকে আমরা অনেকেই এখনও চিনি না।