Chandrayaan 3 Misson : গত ২৩ শে আগস্ট সন্ধ্যা ছটায় কার্যত মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন রেকর্ড গড়ে ফেলেছে ভারত (India)। চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ পাঠিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে এখন। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে পৌঁছানোর সাহস এ পর্যন্ত দেখাতে পারেনি চীন, আমেরিকার মত বড় বড় দেশ। রাশিয়ার লুনা ২৫ মিশনও ব্যর্থ যেখানে সেখানে প্রথম দেশ হিসেবে ভারত অসাধ্য সাধন করে দেখালো।
প্রায় ৫০ বছর আগে চাঁদের মাটিতে পা রেখেছিল পৃথিবীর মানুষ। রাশিয়া, চীন থেকে শুরু করে আমেরিকার নাসা বারবার চাঁদের উদ্দেশ্যে অভিযান চালিয়েছে। তবে জানেন কি চাঁদের আসল মালিক কে? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর বিজ্ঞানীরা বহু বছর আগে চন্দ্রবিজয় করে ফেলেছিলেন। তবে চাঁদের উপর প্রকৃত মালিকানা রয়েছে কার (Moon Owner Name)? জেনে নিন চাঁদের সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার। চাঁদের আলো বর্তমানে পৃথিবীতে পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে। তবে প্রত্যেক বছর এই দূরত্ব বাড়ছে। প্রতিবছর চাঁদ পৃথিবী থেকে ৩.৭৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। ১৯৬৯ সালে মানুষ প্রথমবার চাঁদে পা রেখেছিল। তারপর থেকে বিভিন্ন দেশ বহু সময় চাঁদে অভিযান চালিয়েছে। বিজ্ঞানীরা এখন চাঁদ মানুষের বসবাসের উপযোগ্য কিনা জানার জন্য মরিয়া।
তবে চাঁদে জলের উপস্থিতি অস্বীকার করে কার্যত তা মানুষের বসবাসের অযোগ্য বলে একপ্রকার ঘোষণাই করে দিয়েছিল আমেরিকার গবেষণা কেন্দ্র নাসা। ভারতের চন্দ্রযানই প্রথম চাঁদের মাটিতে জলের খোঁজ পায়। আর এবারেও দুর্গম দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ করিয়ে কার্যত অন্যান্য দেশগুলোকে পেছনে ফেলে দিয়েছে ভারত।
চন্দ্রযান ৩ চাঁদে পৌঁছানো পর্যন্ত এই মিশনের পেছনে ভারতের মোট খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা। অথচ কিছুদিন আগেই রাশিয়ার লুনা ২৫ মিশনে খরচ হয় ১৬০০ কোটি টাকা। যদিও রাশিয়ার সেই মিশন ব্যর্থ হয়। চাঁদের মাটিতে এই পর্যন্ত পৃথিবীর বেশ কিছু মানুষ জায়গা কিনে রেখেছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
Moon Ownership Certificate
সুশান্ত ৫৫ লক্ষ টাকা দিয়ে চাঁদের এক টুকরো জমি কিনেছিলেন। নিজের টেলিস্কোপ ব্যবহার করে তিনি চাঁদের জমির দেখভাল করতেন পৃথিবীতে বসে। তবে পৃথিবীর মানুষ যতই চাঁদে দাপিয়ে বেড়াক না কেন, ভারতের মানুষ যতই টাকা দিয়ে চাঁদে জমি কিনুন না কেন আদতে কোনও দেশ চাঁদের মালিকানা দাবি করতে পারবে না।
আরও পড়ুন : ‘ল্যান্ডার বিক্রম’ কি সোনায় মোড়া? কত কোটি টাকা খরচ হল ‘চন্দ্রযান ৩’ অভিযানে?
Who Is The Owner Of Moon
আউটার স্পেস ট্রিটি ১৯৬৭ অনুসারে কোনও দেশ কিংবা ব্যক্তি কখনও মহাকাশ বা চাঁদ কিংবা মহাবিশ্বে অবস্থিত অন্যান্য গ্রহে মালিকানা দাবি করতে পারবেন না। চাঁদে অভিযান চালিয়ে যে কোনও দেশ তাদের পতাকা উড়াতে পারে। কিন্তু কেউ কখনও চাঁদের মালিক হতে পারবে না। চুক্তিতে এমনটাই সাফ সাফ লেখা রয়েছে।
আরও পড়ুন : ‘চন্দ্রযান-৩’ পাঠিয়ে লাভ কী? চাঁদের কোন কোন রহস্যের উন্মোচন হবে এবার?