শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকের নায়ক বাস্তবে কে, রইলো তার আসল পরিচয়

যোধপুরের এক সম্ভ্রান্ত রাজপুত গৃহের বিবাহ অনুষ্ঠানে বর-কনেকে দেখে ছোট মেয়েটি মাকে প্রশ্ন করেছিল ‘মা আমার বর কে?’ ছোট্ট মেয়ের প্রশ্ন মা হেসে এড়িয়ে যেতে চাইলেও মেয়ে তো নাচোড়বান্দা। সে বারবার একই প্রশ্ন করতে থাকে, একপর্যায়ে এসে মা বিরক্ত হয়ে গৃহস্বামী রাজপুতের কুলবিগ্রহ শ্রীকৃষ্ণের মূর্তি দেখিয়ে বলেন, “ঐ তোর বর।” সেইদিনই মায়ের কথা বিশ্বাস করে কৃষ্ণের পায়ে নিজেকে অর্পণ করেছিলো ছোট্ট মেয়েটি। ভক্তিমার্গে ভেসে গিয়ে রাজপুত রাজকুমারী থেকে সন্ন্যাসিনী হয়ে গিয়েছিলেন তিনি।

ইনি হলেন মীরাবাঈ। ভোজরাজের সঙ্গে তার পরবর্তীতে বিয়ে হলেও ভোগবিলাসের প্রতি আসক্তি রহিত হয়ে এই সাধ্বী নারী বিষ্ণু ভক্তিতেই মেতে থাকতেন। স্বামীর মৃত্যুর পর সংসার জীবনের শেষ বন্ধন টুকুও চ্ছিন্ন হয়ে যায় তার, সর্বস্ব কৃষ্ণের পায়ে সমর্পণ করে  ভিখারিনীর বেশে মেবার প্রাসাদ থেকে বেরিয়ে পড়েছিলেন তিনি। হাতে ছিল একতারা আর কন্ঠে কৃষ্ণ নাম। এই সাধিকার জীবনী  নিয়েই স্টার জলসায় ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’ (Shree Krishna Bhakto Meera) ধারাবাহিক আসছে।

এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় কারা কারা থাকছেন তা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ মীরার মতো আধ্যাত্মিক মহিমান্বিত ঐতিহাসিক একটি চরিত্রকে উপস্থাপন করা যে কোনো অভিনেত্রীর পক্ষেই চ্যালেঞ্জিং বিষয়। অন্যদিকে মীরার গিরিধারীলাল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রেও এর আগে অনেক মুখই দেখেছেন দর্শক। তাই নতুন ধারাবাহিকে শ্রীকৃষ্ণ ও মীরার (Shree Krishna Bhakto Meera) ভূমিকায় ঠিক কোন মুখ আসতে চলেছে‌ সেটা জানার জন্য সকলেই উদগ্রীব।

সম্প্রতি স্টার জলসায় কৃষ্ণভক্ত মীরা ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। যেখানে মীরাকে গিরিধারীলাল অর্থাৎ কৃষ্ণের সাধনায় মগ্ন হয়ে গান গাইতে দেখা গেছে আর ভক্তের ভক্তিভাবে ছুটে এসেছেন গিরিধারীলাল স্বয়ং। ‘আলোছায়া’ ধারাবাহিকের আলো অর্থাৎ দেবাদৃতা বসুকে (Debadrita Basu) মীরার ভূমিকায় দেখা যাচ্ছে আর শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা প্ররাব্ধী সিংহকে। কে এই অভিনেতা? কী তার পরিচয় জানেন?

শ্রীকৃষ্ণ ভক্ত মীরার নায়ক বাস্তবে কে?

১৯৯৯ সালের ২রা এপ্রিল রানাঘাটে জন্ম প্ররাব্ধী সিংহ-এর। বর্তমানে তার বয়স ২২ বছর। রানাঘাটে তার আসল বাড়ি হলেও বর্তমানে তিনি কলকাতাতেই থাকেন। ডাক নাম রিমো।

Shree Krishna Bhakto Meera Cast

স্টারজলসায় (Star Jalsha) ভাগ্যলক্ষী ধারাবাহিকের শুভর চরিত্র করেছিলেন প্ররাব্ধী। এছাড়াও স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’ তে ইরা-আকাশের ছেলে অভ্রর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তিনি।

Shree Krishna Bhakto Meera Actor

তবে ইরাবতী  ধারাবাহিক‌ই  প্ররাব্ধীর প্রথম কাজ নয় এর আগেও কিছু ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা যার মধ্যে সান বাংলার ‘আশালতা’ ধারাবাহিকটি ছিলো অন্যতম।

আরও পড়ুন : রাণী রাসমণীর মা ভবতারিণী আসলে কে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়

ইরাবতীর চুপকথায় বাবা মায়ের আদুরে ছেলে, ভাগ্যলক্ষীতে রোমান্টিক চরিত্রের পর শ্রীকৃষ্ণের মত আধ্যাত্মিক মহিমান্বিত চরিত্রতে তার অভিনয় দেখবার জন্য দর্শকরা উন্মুখ হয়ে বসে আছেন।

আরও পড়ুন : খেলাঘর সিরিয়ালের নায়িকা পূর্ণা বাস্তবে কে, রইলো তার আসল পরিচয়