

গণেশের আরেক নাম বিঘ্নহর্তা। তিনি বিপদ থেকে রক্ষা করেন। গণেশ এর আরেক নাম সিদ্ধিদাতা। তিনি সিদ্ধি ও বুদ্ধি দান করেন। কোন কাজে বেরোনোর আগে তার নাম করলে বিঘ্ন কেটে যায়। সকল দেবতার অগ্রে তাই গণেশের পুজো করা হয়।
গনেশের শুঁড় থাকে তা আমরা সবাই জানি।কিন্তু গনেশের শুঁড়ের মুখ কোন দিকে থাকা বেশি শুভ তা জানেন কি? বাস্তু ও তন্ত্র মতে বলা হয় যে গণপতি দেবের মুখ বাম দিকে থাকলে তা শুভ। এই মূর্তি বাড়িতে রাখলে গৃহের জন্য অত্যন্ত শুভ হয়।
শাস্ত্রমতে বলা হয় গণেশের শুঁড়ের মুখ যদি ডান দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তার চাইতে শুঁড় যদি বাঁদিকে কুণ্ডলী পাকানো হয়, তা গৃহের জন্য মঙ্গলময়। এর পিছনে শাস্ত্র সম্মত ব্যাখ্যাও রয়েছে।
গণেশের জন্ম কাহিনী আমরা প্রত্যেকেই জানি। পার্বতীর ইচ্ছাতেই তার জন্ম। পার্বতী তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেন ও তাকে কৈলাসের দ্বার রক্ষী হিসেবে নিযুক্ত করেন। এরপর শিবকেই কৈলাসে প্রবেশ করতে গণেশ বাধা দেন। কেউই কারোর পরিচয় জানতেন না।
আরও পড়ুন :- গণেশের মাথায় হাতির মুখ কেন, জেনে নিন গণেশের মাথা কাটার কাহিনী
এরপর তাদের মধ্যে যুদ্ধ লাগে আর শিবের হাতে গণেশের মস্তক ছেদন হয়। পরে পার্বতীকে ঠান্ডা করতে হস্তীর মস্তক গণেশের শরীরে স্থাপন করেন মহাদেব। অর্থাৎ গণেশের দেহ দান করেছিলেন তার মা এবং মাথা দান করেছিলেন তার পিতা। এখন মূর্তিতত্ত্ব অনুসারে পার্বতী শিবের বাম দিকে অবস্থান করেন সেই কারণে পার্বতীর আরেক নাম বামিনী অথবা বামা।
আরও পড়ুন :- কোন গণেশ মূর্তির পূজা করলে কী মনস্কামনা পূর্ন হয়, জানুন সবকিছু
মূর্তিতত্ত্ব অনুসারে গণেশের স্থান শিব ও দুর্গার মধ্যেখানে। এই অবস্থায় ধরলে গনেশের শুঁড় যদি ডানদিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তার অর্থ সেটি শিবের দিকে আছে। কারণ গণেশের ডানদিকে শিব আছেন। আর শিব মানে সংসার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন একজন দেবতা। অর্থাৎ গণেশের শুঁড় যদি ডান দিকে থাকে তাহলে ধরতে হবে সেই মূর্তির মধ্যে সংসার ঔদাসীন্য বর্তমান।
আরও পড়ুন :- রাশি অনুযায়ী কোন গণেশ মুর্তি পূজা করলে নিশ্চিত সাফল্য আসে দেখুন
আর যদি এই শুঁড় বামদিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তার অর্থ এটি মা পার্বতীর দিকে আছে। আর মা পার্বতী র গুণাবলী মানে জগৎসংসারের গুণাবলী। অর্থাৎ এই মূর্তি সংসারে সুখ, শান্তি ইত্যাদি দিতে পারে। তাই ঘরের মধ্যে রাখতে হলে বামাবর্ত শুঁড় বিশিষ্ট ভগবানের মূর্তি রাখাই অধিক মঙ্গলজনক বলে মনে করা হয়। ডান দিকে শুঁড় থাকলে তা সাধনার কাজে সিদ্ধি প্রধান করে,আর বামদিকে শুঁড় থাকলে তা গৃহ সুখ দেয়।এই হলো মূর্তির রহস্য।