General Knowledge Questions And Answers : যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে জেনারেল নলেজ (General Knowledge) থাকা অবশ্যই জরুরী। বিশেষ করে ইন্টারভিউ পরীক্ষা (Interview Exam) -য় উত্তীর্ণ হওয়ার জন্য বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান নিয়েও চর্চা করতে হয়। সাধারণ জ্ঞান মানে শুধুই ইতিহাস ভূগোল বিজ্ঞান কিংবা আন্তর্জাতিক বিষয়ক জ্ঞান নয়। বিভিন্ন ধাঁধামূলক প্রশ্ন (Puzzle Question) -ও জেনারেল নলেজের মধ্যে আসতে পারে।
ধাঁধা মূলক প্রশ্নের সমাধান করা যেকোনও ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কেবল যাদের আইকিউ লেভেল ভালো থাকে তারাই এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। যাদের আইকিউ অর্থাৎ বুদ্ধি বেশি তারা ধাঁধার ঝটপট উত্তর দিতে পারেন। বাকিদের হয়ত উত্তর খুঁজতে সময় লাগতে পারে। আজকের এই প্রতিবেদনে রইল ইন্টারভিউয়ের জন্য সেরা বাছাই করা কিছু প্রশ্ন এবং তার সমাধান।
প্রশ্ন ১ : সিলাভ খাজা কোন রাজ্যের বিখ্যাত মিষ্টান্ন? উত্তর : এই মিষ্টি প্রধানত বিহার রাজ্যে তৈরি হয়। প্রশ্ন ২ : শ্রীলংকার প্রাচীন নাম কী ছিল? উত্তর : শ্রীলংকার প্রাচীন নাম ছিল সিলন। প্রশ্ন ৩ : ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? উত্তর : ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মুহাম্মদ বিন কাসিম।
প্রশ্ন ৪ : পৃথিবীর একমাত্র দেশ কোনটি যেখানে হলুদ নদী প্রবাহিত হয়? উত্তর : চীনের হোয়াংহো নদীর জল হলুদ। তাই উত্তরটি হবে চীন। প্রশ্ন ৫ : বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর : ভারত হল বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ। প্রশ্ন ৬ : কোন ফল খেলে দৃষ্টিশক্তি ভাল থাকে? উত্তর : কিউই ফল খেলে মানুষের দৃষ্টিশক্তি বাড়ে।
প্রশ্ন ৭ : বিশ্বের কোন দেশে সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ি রাখার অধিকার নেই? উত্তর : উত্তর কোরিয়া। এমনই এক আজব নিয়ম চালু আছে ওই দেশে যেখানে সাধারণ মানুষ ব্যক্তিগত গাড়ি রাখতে পারেন না। কেবল সরকারি কর্মচারীরাই নিজের গাড়ি কিনতে পারেন। প্রশ্ন ৮ : ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রূপো পাওয়া যায়? উত্তর : রাজস্থানে সর্বাধিক রূপো পাওয়া যায়।
আরো পড়ুন : ইন্টারভিউ প্রশ্ন : কোন জিনিস গরুর পেছনে থাকে আর মেয়েদের সামনে থাকে?
প্রশ্ন ৯ : মেয়েদের কোন জিনিসটা ধুলেও পরিষ্কার করা যায় না? উত্তর : এমন প্রশ্ন পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে দেয়। তবে একটু অন্যভাবে ভাবলেই আসল উত্তরটি সহজেই দেওয়া যায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মন। কারণ কথাতেই বলে মানুষের মন যদি সন্দেহবাতিক, নোংরা বা কুৎসিত হয় তাহলে ধুলেও তা পরিষ্কার করা যায় না।
আরো পড়ুন : ইন্টারভিউ প্রশ্ন : স্নানের পর গোটা শরীর মুছলেও ভিজে থাকে, বলুন তো কোন জিনিসটি?