চীনা কোম্পানির দিন শেষ, এখন ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড কোনটা জানেন?

চীনকে পেছনে ফেলে এগোচ্ছে ভারত, রইল ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের নাম

স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীদের তালিকায় ক্রমশ বিশ্বের শীর্ষে থাকা দেশগুলির কাছাকাছি ওঠে আসছে ভারত (India)। খুব শীঘ্রই শীর্ষস্থান হবে ভারতের। তাই ভারতীয় বাজারকে খুব গুরুত্ব দেয়ে বিশ্বের বড় বড় স্মার্টফোন ব্র্যান্ডগুলি। যদিও ভারতীয় বাজারে চীনা কোম্পানির স্মার্টফোন বেশি চলছে। এতদিন ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিল শাওমি (Xiaomi)

কিন্তু প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে এটে উঠতে পারেনা তারা। তাই তালিকায় এখন অনেকটাই নীচে নেমে এই ব্র্যান্ডের নাম। এখন চতুর্থ স্থানে রয়েছে তারা। তবে সকলের প্রশ্ন উঠতেই পারে যে এখন তাহলে প্রথম স্থানে রয়েছে কোন ব্র্যান্ড।

SMART PHONE

কিন্তু তার আগে জেনে নিতে হবে শাওমির আগেই বা কোন কোন ব্র্যান্ড রয়েছে। এই বছরের প্রথম ত্রৈমাসিকে শাওমির ৫ মিলিয়ন ফোন বিক্রি হয়েছে। মার্কেট শেয়ার রয়েছে প্রায় ১৬.৪%। তবে ‘বিবিকে গ্ৰুপ’-এর (BBK Group) ব্র্যান্ড ওপো (Oppo) ও ভিভো (Vivo) ভাল পারফরমেন্স দেখিয়েছে।

সেই জন্য ওপো রয়েছে তৃতীয় স্থানে ও ভিভো রয়েছে দ্বিতীয়। ওপোর মার্কেট শেয়ার রয়েছে প্রায় ১৭.৬% এবং ভিভোর মার্কেট শেয়ার রয়েছে প্রায় ১৭.৭%। তবে শীর্ষে কোনও চীনা কোম্পানি নেই। আছে একটি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্র্যান্ড।

SMART PHONE

এই সংস্থার নাম হল স্যামসং (Samsung)। এই বছরে এখনও পর্যন্ত মোট ৬.২ মিলিয়ন ফোন বিক্রি হয়েছে স্যামসংয়ের। আর কম্পানির মার্কেট শেয়ার রয়েছে প্রায় ২০.১%। অন্যান্য‌ ব্র্যান্ডগুলির তুলনায় এই হার‌‌ যথেষ্ট বেশি রয়েছে। যদিও এই প্রথম নয়, প্রথম থেকেই ভারতে শীর্ষে ছিল স্যামসং।

SMART PHONE

আরও পড়ুন : ১৩ বছর বয়সেই কোম্পানির মালিক! বিস্ময় বালকের কাহিনী জানলে চমকে যাবেন

কিন্তু চীনা কোম্পানিগুলো আশার পর স্যামসং একটু‌ পিছিয়ে পরেছিল। তবে‌ এবছর আবার নিজের পুরনো স্থান ফিরে পেয়েছে বিশ্ব‌ বিখ্যাত এই সংস্থাটি। তবে এখন দেখার কতদিন এই স্থান ধরে রাখতে পারে স্যামসং। তবে এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে আরও একটি চীনা কোম্পানি যার‌ নাম রিয়েলমি (Realme)।

আরও পড়ুন : শুধু জল বেচেই আম্বানিকে পেছনে ফেলেছে এই ১০ কোম্পানি, আয় শুনলে ঘুরবে মাথা