National Lanuage Of India : সরকারি হোক বা বেসরকারি যে কোনও চাকরির পরীক্ষাতে মাঝে মাঝে এমন কিছু সাধারন জ্ঞান (Generel knowledge) প্রশ্ন এসে থাকে যা অনেককেই চিন্তায় ফেলে দেয়। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি। কিন্তু এরকম প্রশ্নের উত্তর গুলো জেনে রাখা খুব দরকার। চলুন আজকে সেইরকমই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো।
১) প্রশ্নঃ কোন খেলোয়াড় ফুটবল ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন? উত্তরঃ একমাত্র স্যার ভিভিয়ান রিচার্ডস ফুটবল ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন। ২) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ভালোবাসার শহর বলা হয়? উত্তরঃ আগ্রাকে ভালোবাসার শহর বলা হয়। ৩) প্রশ্নঃ আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় তার নাম কি? উত্তরঃ আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট রোগ হয়।
৪) প্রশ্নঃ বিয়ের আগে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো হয় কোন দেশে? উত্তরঃ বিয়ের আগে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো হয় মায়ানমারে। ৫) প্রশ্নঃ এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর অবস্থিত? উত্তরঃ এশিয়া ও আফ্রিকার মাঝে লোহিত সাগর অবস্থিত। ৬) প্রশ্নঃ সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন হয় ভারতের কোন রাজ্যে? উত্তরঃ ভারতের গুজরাটে সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন হয়।
৭) প্রশ্নঃ কবে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল? উত্তরঃ ১৯১১ সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল ৮) প্রশ্নঃ জিভ মুখের বাইরে বের করতে পারে না কোন প্রাণী? উত্তরঃ কুমির তার নিজের জিভ মুখের বাইরে বের করতে পারে না। ৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজধানী ক্যালকাটা থেকে কবে কলকাতা নাম পরিবর্তন করা হয়? উত্তরঃ ২০০১ সালের ১লা জানুয়ারি ক্যালকাটা থেকে পরিবর্তন করে কলকাতা রাখা হয়।
১০) প্রশ্নঃ ভারতের কোন হ্রদে শত শত কঙ্কাল দেখা যায়? উত্তরঃ রূপকুন্ড হ্রদে শত শত কঙ্কাল দেখা যায়। ১১) প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা রাজ্যের মোট কয়টি জেলার উপর দিয়ে গেছে? উত্তরঃ কর্কটক্রান্তি রেখা রাজ্যের মোট পাঁচটি জেলার উপর দিয়ে গেছে। জেলা গুলো হলো: পুরুলিয়া, নদীয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। ১২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সাথে যুক্ত? উত্তরঃ পশ্চিমবঙ্গের সীমানা তিনটি দেশের সঙ্গে যুক্ত। বাংলাদেশ, নেপালে ও ভুটান।
আরও পড়ুন : ভারতের জাতীয় ফল আম, পশ্চিমবঙ্গের জাতীয় ফল কোনটা জানেন?
১৩) প্রশ্নঃ কোন দেশে একটিও নদী নেই? উত্তরঃ সৌদি আরব একটিও নদী নেই । ১৪) প্রশ্নঃ গঙ্গা নদীর নাম কোথা থেকে হুগলি নদী হয়েছে? উত্তরঃ যেখানে ভাগীরথী নদীতে দামোদরে মিশেছে। ১৫) প্রশ্নঃ হিন্দি বা ইংরেজি নয়, জানেন ভারতের জাতীয় ভাষা কোনটি? উত্তরঃ সংবিধান অনুযায়ী ভারতের কোনো জাতীয় ভাষা নেই, কিন্তু সরকারি ভাষা হিসেবে হিন্দি ও ইংরেজি রয়েছে।
আরও পড়ুন : বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র কোনটি? ৯৯% মানুষ উত্তর জানেন না