ভারতের জাতীয় পশু বাঘ, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী? ৯৫% মানুষ উত্তর জানেন না

পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী? ৯৫ শতাংশ বাঙালিই উত্তর জানেন না

চাকরির পরীক্ষার প্রস্তুতি (Job Exam Preparation) পর্যায়টা খুবই কঠিন। সরকারি চাকরি পরীক্ষা (Government Job Exam) দিয়ে উত্তীর্ণ হতে গেলে তার জন্য ভাল করে প্রস্তুতি নিতে হয়। লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ (Interview) এর উপরেও গুরুত্ব দিতে হবে। তাই সরকারি ক্ষেত্রে কিংবা দেশের বড় প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার স্বপ্ন থাকলে তা পূরণের জন্য সবার আগে প্রয়োজন সঠিক প্রস্তুতি।

এই প্রতিবেদনে আজকে রইল বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কিছু প্রশ্ন এবং তার উত্তর। এক নজরে দেখে নিন সেই প্রশ্নগুলি এবং চেষ্টা করুন তার উত্তর দেওয়ার। ১. হীরে বা সোনার ভর মাপার একক কী? উত্তর : ক্যারেট। ২. ভারতের খনিজ তেল সবথেকে বেশি উত্তোলন করা হয় কোন রাজ্যে? উত্তর : গুজরাট।

iswarchandra vidyasagar

৩. নারী আন্দোলনের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৪. কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? উত্তর : ১৯২৫ সাল। ৫. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর : সর্দার বল্লভ ভাই প্যাটেল। ৬. কোন ধাতুকে আঘাত করলেও শব্দ হয় না? উত্তর : অ্যান্টিমনি।

৭. স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে কোন দিবস হিসেবে পালন করা হয়? উত্তর : ১২ ই জানুয়ারি, যুব দিবস। ৮. রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থ লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর :‌ গীতাঞ্জলি। ৯. ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান? উত্তর ভারতের : রাষ্ট্রপতি।

ionosphere

১০. বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর : আয়োনোস্ফিয়ার। ১১. আমফান ঝড়ের নামটি কোন দেশের দেওয়া? উত্তর : থাইল্যান্ড। ১২. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? উত্তর : জয়ী সেতু, এটা কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে।

STATE ANIMAL OF WEST BENGAL

আরও পড়ুন ‌: বাঙালিরা ভাল গায়ক হয় কেন? ফাঁস হল আসল বৈজ্ঞানিক রহস্য

১৩. পশ্চিমবঙ্গের কোথায় ডেনমার্কের উপনিবেশ ছিল? উত্তর : শ্রীরামপুর, হুগলি। ১৪. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? উত্তর : রাজা রামমোহন রায়। ১৫. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কী? উত্তর : মেছো বিড়াল।

আরও পড়ুন ‌: মেয়েদের শরীরের কোন অঙ্গ সব সময় গরম থাকে? জানলে চমকে যাবেন