বলিউডে অনেক কম বয়সেই সিনেমার পর্দায় কামাল দেখিয়েছেন বহু জনপ্রিয় অভিনেত্রী।কিন্তু সেই কম বয়সী অভিনেত্রীরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেরাও বদলেছেন। তখন আর এখনের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। তাদের দেখতে অনেকটাই বদলে গিয়েছে। বর্তমান সময় তাদের রূপ দেখে মুগ্ধ হয়ে যান বহু দর্শক।
এমন এক অভিনেত্রীকে দেখা গিয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। তার নাম অমৃতা প্রকাশ (Amrita Prakash)। শাহিদ কাপুর (Shahid Kapoor) ও অমৃতা রাও (Amrita Rao) অভিনীত ‘বিবাহ’ (Vivah) ছবিতে অভিনয় করেছিলেন অমৃতা। সেই ছবিতে অমৃতা রাও-এর ছোটবোনের চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা। এই ছবিতে তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
আজ বহু মানুষ মনে রেখে ছোট অমৃতাকে। কিন্তু ‘বিবাহ’ ছবির সেই ছোট মেয়েটি এখন আর ছোট নেই। অনেক বড় হয় গিয়েছেন তিনি। এতদিন পর তাকে দেখলে হয়তো অনেকে চিনতেও পারবে না। তবে এখন তিনি সৌন্দর্য্যের দিক থেকে টক্কর দিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার ছবি।
সেখানে কোনও ছবিতে তাকে গোলাপী টপ আর শর্টস পরে দেখা যাচ্ছে তো কোনটায় শার্ট এবং শর্টসে দেখা যাচ্ছে। তার এই বদল দেখে অবাক হয়েছেন অনেকেই। অনেকে তো চিনতেও পারেননি তাকে। যে কোনও ছবির নায়িকাকে হার মানবে তার রূপের কাছে।
আসলে অমৃতা মাত্র ৪ বছর বয়সে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন। প্রথমে বহু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। ২০০২ সালে মুক্তি পায় অমৃতার প্রথম ছবি ‘তুম বিন’। এই ছবিতে। ছোট এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপর ‘কোই দিল ম্যায় হ্যায়’, ‘উই আর ফ্যামলি’, ‘এক বিবাহ অ্যায়সা ভি’ মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি।
তবে শুধু মাত্র হিন্দি নয়, বেশকিছু দক্ষিণী ছবিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। তবে তার সবচেয়ে জনপ্রিয় ছবি হল ‘বিবাহ’। এই ছবিতে তার অভিনীত চরিত্রটা আজও ভুলতে পারেনি দর্শক। ছবির নায়িকা অমৃতা রাও-এর থেকে বেশি জনপ্রিয় ছিল অমৃতা প্রকাশ। এবার দেখার আবার কবে বড় পর্দায় দেখা যাবে তাকে।