এক সময় ছিলেন বলিউডের সেরা সুন্দরী, কোথায় হারিয়ে গেলেন হৃত্বিক রোশনের এই নায়িকা

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই এসেছেন যারা কেবল কিছুদিনের জন্যই খ্যাতির মুখ দেখেছেন। তবে এরা দর্শকদের মনে চিরস্থায়ী প্রভাব ফেলে দিয়েছেন। সৌন্দর্য্য এবং অভিনয়গুণে এরা ছিলেন সেরার সেরা। তবে কেবল হাতেগোনা কিছু সিনেমাতে মুখ দেখিয়েই বিদায় নিয়েছিলেন তারা। এদেরই একজন হলেন অভিনেত্রী শাবানা রাজা (Shabana Raja)।

ইন্ডাস্ট্রিতে তার আগমন হয়েছিল আজ থেকে প্রায় ২২ বছর আগে। শাবানা হৃত্বিক রোশনের বিপরীতে একটি সিনেমাতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। ছবির নামটি ছিল ‘ফিজা’। এই ছবিতে করিশমা কাপুরও অভিনয় করেছিলেন। হৃত্বিকের বিপরীতে করিশ্মা এবং অন্য একটি প্রধান চরিত্রে ছিলেন শাবানা। ছবির একটি গান ‘আ ধুপ মালু ম্যায়’ গানের সূত্রে শাবানা হয়েছিলেন জনপ্রিয়।

তবে ইন্ডাস্ট্রিতে অবশ্য সকলে তাকে নেহা নামেই চেনেন। বেশ কিছু সিনেমাতে তার চরিত্রের নামও রাখা হয়েছিল নেহা। ববি দেওলের সঙ্গে ‘করিব’ ছবিতে অভিনয় করে শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা‌। সালটা ছিল ১৯৯৮। ওই সময় বলিউডে পা রেখেই কার্যত গোটা বলিউডকে নাড়িয়ে দিয়েছিলেন শাবানা। তার মত সুন্দরী তখন রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বলিউডের অন্যান্য সুন্দরীদের।

শাবানা ‘করিব’, ফিজা, ‘হোগি পেয়ার কি জিত’, ‘কই মেরে দিল মে’সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ছিল গোটা বলিউড। কিন্তু আচমটাই বলিউড ছেড়ে কোথায় যেন উধাও হয়ে গেলেন শাবানা। কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন কেন অভিনয় ছেড়ে দিলেন তিনি?

২০০৬ সালে শাবানা রাজা ওরফে নেহা বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীকে। ‘করিব’ ছবিতে প্রথমবার মনোজের সঙ্গে তার আলাপ হয়েছিল। সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয় এবং যার থেকে পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক ২০০৬ সালে পূর্ণতা পায়।

শাবানা এবং মনোজ ৮ বছর প্রেম করার পর তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর আর তাকে অভিনয় করতে দেখা যায়নি। মনোজ বাজপেয়ী ইদানিং বলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের পর তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।