NRC লাগু হওয়া উচিত? জানান আপনার মতামত জানান এইভাবে

NRC, CAA নিয়ে উত্তাল দেশ। আগুন জ্বলছে দেশের বিভিন্ন প্রান্তে। বাংলা সহ আরও কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তাদের রাজ্যে এই আইন জারি হবে না স্পষ্ট বলে দিয়েছেন। এমন অবস্থায় কিছুদিন আগে বিজেপি সরকারের তরফ থেকে একটি নম্বর চালু করা হয় যেখানে মিসড কল দিয়ে জনগন CAA আইনের সমর্থন জানাতে পারে দেশের জনগণ। নাম্বারটি হলো ৮৮৬৬২৮৮৬৬২।

আর তার পরেই CAA বিরোধিতার জন্য চালু করা হলো পাল্টা একটি টোল ফ্রি নাম্বার। এই টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে যেখানে মিসড কল দিয়ে জনগন এই আইনের বিরুদ্ধে তার রায় জানতে পারবে।

মধ্যপ্রদেশের দলিত যুব নেতা দেবাশীষ জারিয়া তাঁর ট্যুইটার হ্যান্ডেলে সম্প্রতি এই নাম্বারটি পোস্ট করেছেন। CAA ও NRC এর বিরোধিতা জানানোর জন্য এই নাম্বার চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।