স্পাইডারম্যান যদি বাঙালি হতো তাহলে কেমন হতো, রইলো ভিডিও

স্পাইডারম্যান বাঙালি হলে যা যা হতো

What If Spiderman was Bengali ft. The Bong Guy

গোটা বিশ্ব আপাতত স্পাইডারম্যান(Spiderman) জ্বরে ভুগছে। ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ কার্যত সিনে অনুরাগীদের ঘরে থাকতে দিচ্ছে না। এই হলিউড ছবির বাজার গরম। তবে সবসময় বিদেশি স্পাইডারম্যানই কেন? স্পাইডারম্যান যদি হয় দেশি, তার উপর আবার বাঙালি! কেমন হতো তাহলে? বহুদিন বাদে অনুরাগীদের জন্য নতুন ভিডিও নিয়ে ইউটিউবে (YouTube) ফিরলেন বং গাই (The Bong Guy) কিরণ দত্ত (Kiran Dutta)। আর শুরুতেই দিলেন দারুণ চমক। স্পাইডারম্যানের পোশাক পরে তুলে ধরলেন এক বাঙালি স্পাইডারম্যানের গল্প, যে কিনা রাস্তায় বেরোলে পুলিশের লাঠি খায়!

কিরণ দত্ত, বরাবরই গল্প বলার ধরনের জন্য দর্শকমহলে বেজায় প্রশংসিত। এবার তিনি স্পাইডারম্যান অবতারে সকলের মন জয় করলেন। ভিডিওতে দেখা যাচ্ছে সকালে উঠে বাজারে যেতে হচ্ছে তাকে, মাছ কিনে নিয়ে তারপর তিনি বাড়ি ফিরছেন। রাস্তায় কেউ সমস্যায় পড়লে নেভিগেশন দেখে সেখানে পৌঁছনোর চেষ্টা করছেন। এই স্পাইডারম্যানের মুখে মাস্ক থাকছে না। গর্বে বুক ফুলিয়ে ভেঙে ফেলছে সিগনালও। অন্যদিকে টাকা বা কমিশন ছাড়া সে কোনও কাজই আর করে না।  বলতে গেলে এই স্পাইডারম্যানের মধ্যে বাঙালির সব চারিত্রিক বৈশিষ্ট্যই খুঁজে পাওয়া যাবে।

তবে বিদেশের মতো এই স্পাইডারম্যানকে খুব বড় বড় ভিলেনের মোকাবিলা করতে হয় না। তাই সে খুব বেশি তৎপর নয়। এই স্পাইডারম্যান খায় দায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আবার ঠিক বাঙালির মতো সকালবেলা উঠে বাজারে যায়, মাছ কিনে বাড়ি নিয়ে আসে! মাকড়সার মতো জালও বোনে। গিরগিটিকে ভয় পায়। মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, সিগন্যাল ভেঙে ফেলার আরোপে জেলেও যায়! তবে হ্যাঁ, কমিশন ছাড়াই স্পাইডারম্যান কোনও কাজই করে না।

এদিকে আবার স্পাইডারম্যান রাজনীতিও করতে চায়। ভোটে দাঁড়িয়ে জাল চিহ্নে ভোট চায়। রাস্তায় গরিব দেখলেই বুকে জড়িয়ে ধরে তার ভাত-কাপড়ের দায়িত্ব নেয়! এদিকে প্রেমিকার বায়নাক্কায় নাজেহাল স্পাইডারম্যান। তার আবদার কোলে তুলে নিয়ে তাকে পৌঁছে দিতে হবে শপিং মলে! সবশেষে তাই দিদি নাম্বার ওয়ানে এসে হাজির হয়ে নিজের দুঃখের কথা শোনায় স্পাইডারম্যান। শুনে চোখের জলে ভাসেন দিদি। কিরণ দত্তের এই মজার ভিডিওতেই মজে রয়েছেন সকলে।