‘জয় বাংলা’র লক্ষণ কী? এই রোগ আটকাতে কী কী করবেন না জেনে নিন

মহামারির আকার নিচ্ছে জয় বাংলা, রোগের প্রতিকারে কী কী করবেন জেনে নিন

Joy Bangla Eye Disease : করোনা মহামারীর পর এবার এখন নতুন সমস্যা দেখা দিয়েছে বাংলাতে। গোটা বাংলায় মহামারীর মত ছড়াতে শুরু করেছে কনজাংটিভাইটিস (Conjunctivitis) বা পিঙ্ক আই (Pink Eye) রোগ। যাকে চলতি বাংলা ভাষায় বলে জয় বাংলা (Joy Bangla) কিংবা চোখ ওঠা রোগ। এই রোগের লক্ষণ কী কী? মহামারির মধ্যেও নিজেকে বাঁচাতে কী কী করবেন? কী কী করবেন না জেনে নিন সমস্ত কিছু।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলায় ছেয়ে গিয়েছিল এই রোগ। যেই কারণে এই রোগের নাম দেওয়া হয় জয় বাংলা। এই মরসুমে চোখের এই রোগের সমস্যা বাড়ছে। তাই এই পরিস্থিতিতে সর্তকতা অবলম্বন জরুরী। একটি পরিবারের একজন মানুষ যদি এই রোগে আক্রান্ত হন বাকিদেরও তাহলে ইনফেকশনের সম্ভাবনা থাকে।

Joy Bangla Eye Disease

   

Joy Bangla Eye Disease Symptoms

চোখ ওঠার প্রাথমিক লক্ষণ হল চোখের সাদা অংশ লাল হয়ে যায়। প্রথমে এক চোখ আক্রান্ত হয় এবং তারপর সংক্রমণ দ্বিতীয় চোখেও ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে চোখে চুলকানি, জ্বালাপোড়ার সমস্যাও থাকে। চোখ থেকে জল পড়ে। চোখের পাতায় পুঁজ জমে যায় ও চোখের পাতা আঠার মত সেঁটে যায়। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা খুলতে কষ্ট হয়।

চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক বিশ্বাস জানাচ্ছেন কনজাংটিভাইটিস দুই রকমের হয়। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস ও ভাইরাল কনজাংটিভাইটিস। একমাত্র চিকিৎসক ছাড়া এই পার্থক্যটা কেউ ধরতে পারবেন না। তবে ডাক্তারবাবু জানাচ্ছেন জয় বাংলা রোগ বাতাসের ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। তাই এই সময়ে চশমা ব্যবহার করলে প্রাথমিকভাবে কিছুটা হলেও সুরক্ষা পাবেন।

Joy Bangla Eye Disease

Joy Bangla Eye Disease Treatment

যদি ঘরোয়া উপায়ে চিকিৎসা করতে চান তাহলে অবশ্যই রোজ গরম জলের মধ্যে তুলো কিংবা সাদা পরিষ্কার নরম সুতির কাপড় ডুবিয়ে চোখ পরিষ্কার করতে হবে। দিনে বেশ কয়েকবার এইভাবে চোখ পরিষ্কার করুন। চোখের উপর চাপ পড়ে এমন কোনও কাজ করা যাবে না। বেশিক্ষণ মোবাইল বা কম্পিউটারে কাজ করা যাবে না। ছোট ছোট লেখা পড়াও যাবে না।

যদি ৭ থেকে ১০ দিনের মধ্যেও চোখ না সারে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি সংক্রমণে আক্রান্তের বয়স ২৮ দিনের কম হয়, অর্থাৎ সদ্যোজাত শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। আলোর দিকে তাকালে যদি চোখে ব্যথা করে, দৃষ্টিতে পরিবর্তন কিংবা বিদ্যুৎ চমকানোর মত ঝলকানি দেখলে, দৃষ্টি ঝাপসা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Joy Bangla Eye Disease

আরো পড়ুন : চায়ে শুধু মেশান এই ২ টি জিনিস, রোগবালাই থেকে গাঁটের ব্যথা বাপ বাপ বলে পালাবে

এই সময় দিনে কয়েকবার চোখ পরিষ্কার করুন। এরপর অবশ্যই হাত সাবান দিয়ে ধুতে হবে বা স্যানিটাইজ করতে হবে। চোখ রগড়ানো যাবে না। বালিশের কভার, মুখ মোছার তোয়ালে, গামছা, চশমা, গরম জলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। হাঁচি বা কাশির সময় নাক-কান ঢেকে রাখুন। এই সময় কন্টাক্ট লেন্স পরবেন না। এলার্জির সমস্যা দূর করতে কালো চশমা কিংবা সানগ্লাস পরে থাকতে পারেন।

আরো পড়ুন : বেদানার থেকেও খোসায় ভরপুর পুষ্টিগুণ , ৭ টি রোগের উপশমে এর ব্যবহার না জানলে চরম মিস