বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টির তাণ্ডব, দক্ষিণবঙ্গের এই ৭ জেলাকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট, কোন কোন জেলায় বৃষ্টি হবে আজ? জানুন বিস্তারিত

West Bengal Weather Update : গত প্রায় এক মাস ধরেই ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal)উত্তরবঙ্গ (North Bengal) -র পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি (Wet Season) –র দাপট দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ (West Bengal) -র উপকূলবর্তী জেলাগুলোতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Office) -র রিপোর্ট অনুসারে বৃষ্টির দাপট চলবে শুক্রবার পর্যন্ত। এই সপ্তাহজুড়ে কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার খবর (Abohaowar Khobor) 

   

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও।

West Bengal Monsoon Alert

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে তাপমাত্রাও থাকবে কম। আগামী ১৮ ই আগস্ট পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে উত্তরবঙ্গেও আজ গোটা দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির এরকমই দাপট চলবে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

West Bengal Monsoon Alert

তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমে জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিকে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা। দফায় দফায় বৃষ্টিপাত চলবে রাজ্যজুড়ে।

West Bengal Monsoon Alert

আরও পড়ুন : ১০০ বছর পেরিয়েও কমেনি জনপ্রিয়তা, শুনে নিন স্বাধীনতা দিবসের সেরা ১০ টি গান

বজ্রবিদ্যুৎসহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্য দিয়ে গিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এখন। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তন হবে না। এর প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ‘পশ্চিমবঙ্গ দিবস’ কবে পালন হয় জানেন? ৯৯% বাঙালি জানেনই না