তীব্র দাবদাহের পর এবার বর্ষার বিপর্যয়! প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই জেলাগুলি

তীব্র গরমের পর এবার প্রবল বিপর্যয়, প্রচন্ড বর্ষায় ভাসবে রাজ্যের এই জেলাগুলি

Weather Report Of Today : এতদিন গরমের জ্বালায় নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল এরাজ্যে। কিন্তু কয়েকদিন যাবত বৃষ্টিপাত (Monsoon) শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। গতকাল প্রায় সারাদিন হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। কিন্তু তীব্র গরমের মত তীব্র বৃষ্টিপাতের ফলেও ভাসতে চলেছে রাজ্যের অনেক জেলা।

আজ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হতে চলেছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। এভাবে ধীরে ধীরে রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাত শুরু হবে। জানা গিয়েছে, আগামীকাল ২৮ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। ২৯ তারিখও একই অবস্থা থাকবে দক্ষিণবঙ্গে।

MONSOON ALERT

   

কিন্তু উত্তরবঙ্গে তার উলটো অবস্থা দেখা যাবে। কারণ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমার বদলে আরও বাড়বে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখা যাবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির মত উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন দেখ যাবে না।

অন্যদিকে, ওড়িশার সংলগ্ন ঝাড়খন্ড এবং ছত্তীসগঢ়ের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তাই মৎস্যজীবীদের আগে থেকেই সতর্ক করা হয়েছে, তারা যাতে সমুদ্রে না যায়। তবে ২৯ তারিখ বৃষ্টির পরিমাণ যখন আরও কমে যাবে তখন আবার তাপমাত্রা আবার বাড়বে। তবে এবার শুধুমাত্র বাংলায় নয়, দেশের অন্যান্য রাজ্যেও মৌসুমী বায়ু প্রবেশ করেছে।

MONSOON

তাই জন্যই গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের মত রাজ্যে খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কিছু জেলাতে কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভবনা রয়েছে।

Monsoon In West Bengal

আরও পড়ুন : ২ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা বাংলায়

দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলার মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : ৫ জেলায় আজ প্রবল বৃষ্টি, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির লাল সতর্কতা দিল আবহাওয়া অফিস