অন্য রাজ্যে আটকে থাকা মানুষদের পশ্চিমবঙ্গে ফেরাতে চালু হল WhatsApp নম্বর

ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক, রোগী, তীর্থযাত্রী, পর্যটক ও পড়ুয়াদের ২৯ এপ্রিল নিজেদের রাজ্যের ফেরার অনুমতি দেয় কেন্দ্র। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় ভিন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরতে নিজেদের রাজ্যের প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত এত মানুষ কিভাবে অন্য রাজ্য থেকে ফিরবেন তা নিয়ে উঠতে থাকে নানান প্রশ্ন।

এমত অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার এন্ট্রি পাসের জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করেছিল। কিন্তু সেই নম্বরে  বারংবার ফোন করা সত্ত্বেও ফোন না লাগার অভিযোগ আসতে থাকে। তাই এন্ট্রি পাসের আবেদনের পথকে আরও সুগম করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আবেদনের জন্য চালু হল অনলাইন পদ্ধতি, পাশাপাশি চালু হল হোয়াটস্যাপ হেল্পলাইন নম্বর।

অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরার জন্য আবেদন পদ্ধতি

প্রথমত আপনাকে লগ ইন করতে হবে এই http://covidwbgov.in/entry/aspx/Signin.aspx লিঙ্কে। এরপর সেখানে থাকা ‘Register/ Apply’ অপশনে ক্লিক করে আপনাকে আপনার মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।

পশ্চিমবঙ্গ থাকে অন্য রাজ্যে যাওয়ার আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনও রাজ্যে ফেরার জন্য আবেদন করতে হলে, আপনাকে লগ ইন করতে হবে এই http://covidwbgov.in/entry/aspx/Signin.aspx লিঙ্কে। এরপর সেখানে থাকা ‘Register/ Apply’ অপশনে ক্লিক করে আপনাকে আপনার মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।

এছাড়া পশ্চিমবঙ্গের অফিশিয়াল ওয়েবসাইট wb.gov.in এ লগ ইন করে Way Inter-State Exit Pass অপশনে ক্লিক করে রেজিস্টার করার পর পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যাওয়ার ছাড়পত্র পাওয়া যাবে।

here-is-how-you can-apply-online-to-return-home from other state

এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হোয়াটসঅ্যাপ হেল্পলাইনও চালু করা হয়েছে। ‘৮০১৭৮৪৫৫৫৫’ এই হোয়াটসঅ্যাপ নম্বরে চ্যাট করেও রাজ্যে ফেরার জন্য আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে দুটি হেল্পলাইন নম্বর, ০৩৩২২১৪৩৫২৬/১০৭০ নম্বরে ফোন করেও সহযোগিতা পাওয়া যাবে।

আরও পড়ুন :- অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরার Online আবেদন পদ্ধতি

প্রসঙ্গত উল্লেখ্য, আসা এবং যাওয়ার এই দুইয়ের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যে শর্ত রাখা হয়েছে সেগুলি হল, কেউ যদি ছোট গ্রুপ অর্থাৎ সর্বাধিক চারজন, যারা নিজ ব্যবস্থাপনায় আসতে চান তাদের জন্য ৬ ই মে থেকে পাস দেওয়া শুরু হয়েছে। আর যারা বড় গ্রুপ অথবা সরকারি ব্যবস্থাপনায় আসতে চান তাদের আবেদনের ভিত্তিতে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।