কেউ দুই, কেউ তিন, কেউ আবার চারবার বসেছেন বিয়ের পিঁড়িতে। রইল বলিউডের সেই সমস্ত তারকাদের তালিকা।

সেইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিং সেইফের থেকে প্রায় ১০ বছরের বড়। ২০০৩ সালে ডিভোর্স হয় তাদের। ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন সেইফ আলি খান।

ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও তাদের চার সন্তান ববি দেওল, সানি দেওল, বিজেতা দেওল এবং অজিতা দেওল। ধর্মেন্দ্র হেমা মালিনীকে ইসলাম ধর্ম অনুসারে বিয়ে করেন। কারণ তিনি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে পারেননি।

মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাট। কিরণ এবং মহেশের মেয়ে পূজা ভাট। মহেশ ১৯৮৬ সালে বিয়ে করেন সোনি রাজদানকে। তাদের মেয়ে আলিয়া ভাট।

মিঠুন চক্রবর্তীকে শ্রীদেবী চুপিসারে বিয়ে করেছিলেন বলে শোনা যায়। মিঠুনের স্ত্রী যোগিতার কানে খবর পৌঁছাতেই তিনি রুখে দাঁড়ান এই সম্পর্কে বিরুদ্ধে। এরপর বিবাহিত বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী।

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক। বিয়ে ভেঙে যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। শোনা যায় শ্রীদেবীকে নাকি চুপিসারে বিয়ে করেছিলেন মিঠুন।

প্রথমবার শ্রদ্ধা নিগমকে বিয়ে করেছিলেন করণ সিং গ্রোভার। এরপর বিয়ে করেন জেনিফার উইঙ্গেটকে। জেনিফারকে ডিভোর্স দিয়ে বিপাশা বাসুকে বিয়ে করেন অভিনেতা।

১৯৮৭ সালে রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। ব্রেন টিউমারে মারা যান রিচা‌। এরপর তিনি বিয়ে করেন রিয়া পিল্লাইকে। ৬০ বছর বয়সে সঞ্জয় বিয়ে করেন মান্যতা দত্তকে।

১৯৫০ সালে রুমা গুহ ঠাকুরতাকে বিয়ে করেন কিশোর কুমার। চার বছর পর সেই বিয়ে ভেঙে যায়। ১৯৬০ সালে তিনি মধুবালাকে বিয়ে করেন। মধুবালার মৃত্যুর পর তিনি যোগিতা বালিকে বিয়ে করেন। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি চতুর্থবার বিয়ে করেন লীনা চান্দভরকরকে।

কবীর বেদির প্রথম স্ত্রী নৃত্যশিল্পী প্রতিমা বেদি। ডিভোর্সের পর তিনি বিয়ে করেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুস্যানকে। এরপর তিনি বিয়ে করেন নিক্কিকে। ৭১ বছর বয়সে পারভিন দুসাঞ্জকে বিয়ে করেন কবীর।

আদনান সামি জেবা বক্তিয়ারকে বিয়ে করেন। ২০০১ সালে তিনি সাবা গালদেরিকে বিয়ে করেন। ২০১০ সালের রয়া ফারইয়াবিকে বিয়ে করেন আদনান।

আদিত্য চোপড়া প্রথমবার বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে। প্রচুর টাকা দিয়ে পায়েলকে ডিভোর্স দিয়ে রানী মুখার্জীকে বিয়ে করেন আদিত্য চোপড়া।