মুকেশ আম্বানির কাজের মেয়ে থেকে সেলিব্রিটি। রাখি সাওয়ান্তের সম্পত্তির পরিমাণ শুনলে তাক লেগে যাবে।

রাখির আসল নাম নীরু সাওয়ান্ত। বাবা ছিলেন ওরলি পুলিশ স্টেশনের কনস্টেবল। মা কাজ করতেন হাসপাতালে নিরাপত্তারক্ষা কর্মী হিসেবে।

রাখি ছোট থেকেই নাচতে ভালবাসতেন। ছেলেবেলায় ডান্ডিয়া শেখার ক্লাসে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য তার মা এবং মামা রাখির চুল ছোট করে কেটে দিয়েছিলেন।

১০ বছর বয়সে পড়াশোনা ছেড়ে টাকা রোজগার শুরু করেন রাখি। মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বিয়েতে খাবার পরিবেশনের কাজ করেছিলেন তিনি। পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০ টাকা।

বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ‘আইটেম গার্ল’ হিসেবে। তার অভিনীত প্রথম ছবি হল অগ্নিচক্র। তবে অভিনয়ে পা রাখার পরেও একাধিক কান্ড ঘটিয়েছিলেন তিনি।

নিজেকে আকর্ষণীয় করে তুলতে ব্রেস্ট সার্জারি থেকে উত্তেজক পোশাক পরা কিছুই বাদ রাখেননি রাখি। বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।

রাখি অনেক টিভি বিজ্ঞাপন, ব্র্যান্ড প্রচার এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অর্থ উপার্জন করেন। আবার যেকোনো বড় ইভেন্টে আইটেম গার্ল হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক নেন।

১১ কোটি টাকা মূল্যের বাংলো, এছাড়া মুম্বাইতে তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট আছে। রাখির গ্যারেজে ফোর্ড এন্ডেভার এবং ভক্সওয়াগেন পোলোর মত গাড়ি রয়েছে।

রাখি সাওয়ান্তের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭ কোটি টাকা।