আর কতদিন থাকবে শীত, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

বিদায় লগ্নে ঝড়ো ব্যাটিং করছে শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই মাঘের শীতে দেখা দিল আচমকা বৃষ্টি। শনিবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা মেঘে ঢেকে যায়। সন্ধে হতেই বৃষ্টি লক্ষ্য করা যায় বিভিন্ন জেলায়। তবে মেঘের কারণে শনিবার এবং রবিবার তাপমাত্রা বাড়লে ও সোমবার থেকে রাজ্যে ফের জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়ে দিলো আবহাওয়া দপ্তর।

শনিবারের মতোই রবিবার ভোর রাতে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুর পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হবে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কাল থেকে ফের পারদ পতনের সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি। বৃহস্পতিবার ফের চড়বে তাপমাত্রার পারদ। বিপরীত ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিমে হওয়ার কারণে এই দুর্যোগ বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

তবে আগামীকাল থেকে এই পরিস্থিতির বদল হবে। মেঘ সরে গিয়ে আবার হু হু করে নামবে পারদ। হু হু করে কনকনে উত্তুরে হাওয়া ভুগতে শুরু করবে বাংলায়। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোন রকম হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তার পরের দু-তিনদিন তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ রাজ্যের বুধবার পর্যন্ত ঝড়ো ব্যাটিং করবে শীত। তাপমাত্রা ফের বাড়বে বৃহস্পতিবার।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতেই কনকনে শীত উপভোগ করেছে কলকাতা। বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ। চলতি বছর জানুয়ারিতে সেভাবে শীত উপভোগ করতে পারেননি বাংলার মানুষ, তবে সেই অভাব সুদে আসলে পূরণ করে দিচ্ছে ফেব্রুয়ারি।