২৪ ঘণ্টায় ফের নামবে পারদ, ঠান্ডায় কাঁপবে বাংলা, ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

চলতি মরশুমে বারবারই উপর নীচে হয়েছে তাপমাত্রা গ্রাফ। জানুয়ারির মাঝে বেশ কিছুদিন তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হয়েছিল আর বোধহয় ফিরবে না শীত। কিন্তু জানুয়ারি শেষে এক লাফে অনেকটাই নেমে গিয়েছে পারদ। হাওয়া অফিস জানিয়েছে গত ২ দিনে ২ থেকে ৩ ডিগ্রি নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।আগামী দু-তিন দিন এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামিকাল, রবিবার থেকে ফের নামবে পারদ। জমিয়ে শীতের আরও একটা ছোট্ট স্পেল। বুধবার পর্যন্ত চলবে শীতের এই স্পেল। জমিয়ে শীতের আমেজ থাকবে রাজ্যজুড়ে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের আমেজেই কাটবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।

শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।আবহাওয়া দফতর জানাচ্ছে, গোটা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। তবে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় (‌৩০ জানুয়ারি পর্যন্ত)‌ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। ফের ৩১ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে।

শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে।পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশার থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে বলে জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে শীত প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় প্রত্যেক বছরই। সাধারণত কনকনে ঠান্ডা পড়ে ডিসেম্বরে এবং জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী হতে থাকে। তবে জানুয়ারি শেষে আবার শীত পড়ায় শীতের আমেজ চুটিয়ে উপভোগ করছেন শীত প্রেমীরা। আগামী তিন দিন আবহাওয়ার এরকমই থাকবে বলে জানা যাচ্ছে।

Weather Update

তবে কুয়াশার দাপট তার জেরে ভোর বেলায় গাড়ি চালকরা সমস্যার সম্মুখীন হতে পারেন। আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গ ঘন কুয়াশায় ঢেকে থাকবে। আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হচ্ছে দৃশ্যমানতা কুয়াশায় জেরে ৫০ মিটারে নামতে পারে।রবিবার (‌৩১ জানুয়ারি)‌ ফের আকাশ পরিষ্কার হয়ে নামবে তাপমাত্রার পারদ। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ফের দিনের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এমন শীতের মেজাজই বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাধাহীনভাবে উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশ করায় হওয়া প্রবেশ করায় ঝড়ো ইনিংস খেলেছে শীত।তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবারের পরে দক্ষিণবঙ্গে আবারো ঢুকতে পারে পশ্চিমী ঝঞ্জা। জেরে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে