প্রথম ছবিতেই মেয়েদের হার্ট থ্রব, কোথায় হারিয়ে গেলেন ‘ইলু ইলু’ নায়ক বিবেক

বলিউডের (Bollywood) কিছু তারকা ধূমকেতুর মতো ইন্ডাস্ট্রিতে পা রেখেই বিদায় নিয়েছেন চিরতরে। এদেরই একজনের নাম বিবেক মুশরান (Vivek Mushran)। গোটা বলিউড এখনও তাকে ‘ইলু ইলু’ নায়ক হিসেবে মনে রেখেছেন। বলিউডের ব্লকবাস্টার হিট সওদাগর ছবিতে ডেবিউ করেছিলেন। রাজকুমার এবং দিলীপ কুমারদের মত মহারথীদের সামনে বলিউডের তুরুপের তাস হয়েছিল এক নবাগত জুটি, বিবেক মুশরান এবং মনীষা কৈরালা (Manisha Koirala)। মনীষা ইন্ডাস্ট্রিতে টিকে গেলেও কোথায় যেন হারিয়েই গেলেন বিবেক।

তার জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের রেনুকোটে। নৈনিতালের শেরউড কলেজ থেকে পাশ করার পর পরই সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ ছবির জন্য সরাসরি প্রস্তাব আসে তার কাছে। এই ছবির গল্প থেকে শুরু করে গান, বিশেষ করে বিবেক এবং মনীষার দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। নিষ্পাপ চেহারার হিরো রাতারাতি ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ ফেলে দেন। তখন অনেকেই ভেবেছিলেন তিনি অনেক দূর যাবেন।

Vivek Mushran

প্রথম ছবি সুপারহিট। স্বাভাবিকভাবেই এরপর তার দিকে অন্যান্য ছবিতে অভিনয়ের প্রস্তাব কিছু কম আসেনি। ‘ফার্স্ট লভ লেটার’, ‘প্রেম দিওয়ানে’, ‘বেওয়াফা সে ওয়াফা’, ‘দিল হ্যায় বেতাব’, ‘ইনসানিয়ৎ কে দেবতা’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করলেও আর প্রথম ছবির মত ম্যাজিক বক্স অফিসে ফেলতে পারেননি তিনি। এরপর থেকে শুধুই পার্শ্ব চরিত্রে দেখা যেত তাকে। শাহরুখ খানের সঙ্গে ‘রাম জানে’ ছবিতে সেকেন্ড লিডে ছিলেন তিনি। তবে তার পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি।

ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েই যেতে থাকেন তিনি। তবে ২০০০ সালে ফের ‘আনজানে’ ছবিতে অভিনয় করেন। ২০০১ সালে ‘উলঝান’ এবং ২০০৫ সালে ‘কিসনা দ্য ওয়ারিয়র পোয়েট’ সালে তাকে অভিনয় করতে দেখা যায়। এরপর আবার দীর্ঘ বিরতি। তবে প্রায় ১০ বছর পর ‘তামাশা’ ছবিতে, ২০১৭ সালে ‘বেগম জান’ এবং ২০১৮ সালে ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে অভিনয় করেন। শোনা যাচ্ছে, আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’তেও নাকি তিনি অভিনয় করেছেন।

মাঝে দীর্ঘসময় ছবিতে সুযোগ না পেয়ে তিনি টেলিভিশনের পর্দায় ‘সোনপরী’ ধারাবাহিকে অভিনয় করেন। ধারাবাহিকে অভিনয় করে তিনি নিজে সন্তুষ্ট না হলেও এর থেকে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, দর্শকদের আজও তাকে ‘রোহিত’ হিসেবে মনে রেখেছেন, এই জনপ্রিয়তা তিনি বেশ উপভোগ করেন।

বলিউডের এই অভিনেতার সঙ্গে মাঝে মনীষা কৈরালার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। তারা একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেন। তবে অচিরেই তা নস্যাৎ হয়ে যায়। বিবেক বরাবর ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন। স্ত্রী এবং পরিবারের সদস্যদের নিয়ে সুখে দিন কাটান। সোশ্যাল মিডিয়াতেও তাকে বিশেষ সক্রিয় থাকতে দেখা যায় না। কারণ তিনি মনে করেন সোশ্যাল মিডিয়ার আসক্তি মানুষের জন্য ক্ষতিকর।