বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) বহু বিখ্যাত তারকা সুপারহিট সিরিয়ালের অভিনয় করার পর আচমকা কোথায় যেন হারিয়ে গিয়েছেন। সংসার সুখের হয় রমনীর গুনে, দ্বিরাগমন, রাণু পেল লটারি (Ranu Pelo Lottery) খ্যাত তিন-তিনটি ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়ও (Bijaylakshmi Chatterjee) দীর্ঘ পাঁচ বছর ধরে আর বাংলা সিরিয়ালের পর্দায় মুখ দেখাননি। অবশেষে তিনি ফিরছেন নতুন সিরিয়ালের হাত ধরে।
পরপর তিনটি সুপারহিট ধারাবাহিকের পর বিজয়লক্ষ্মী দীর্ঘ সময়ের জন্য নিজেকে বাংলা সিরিয়ালে অভিনয় থেকে সরিয়ে নেন। তাকে এতদিন মিস করেছেন তার ভক্তরা। দর্শকরা বহুদিন ধরেই চাইছিলেন নতুন কোনও সিরিয়ালে আবার তাকে ফিরিয়ে আনা হোক। তবে এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার কারণে আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই।
সংসার সুখের হয় রমনীর গুনে সিরিয়ালে বিজয় লক্ষ্মী বাড়ির বউ অলক্ষ্মীর চরিত্রে অসাধারণ অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। গোলগাল মিষ্টি চেহারা এবং অসাধারণ অভিনয়ের ক্ষমতার গুনে তিনি দর্শকদের অতি পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন। তাই তাকে বসে থাকতে হয়নি। একটি সিরিয়াল বন্ধ হওয়ার পর তিনি পরপর কাজের সুযোগ পান।
কিন্তু এরপর আচমকাই ইন্ডাস্ট্রি থেকে কোথায় যেন হারিয়ে যান বিজয়লক্ষ্মী। কিন্তু আজও সোশ্যাল মিডিয়াতে তার প্রসঙ্গ উঠলে দর্শকরা একবাক্যে তাকে আবার নতুন সিরিয়ালে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। স্টার জলসা এবং জি বাংলাতে একাধিক নতুন সিরিয়াল আসলেও আজ পর্যন্ত কোনও সিরিয়ালই তার দেখা মেলেনি।
আসলে এতদিন পর্যন্ত নাকি তার কাছে কোনও সিরিয়ালের অফারই যায়নি। মাঝে অবশ্য গৌরী এলো ধারাবাহিকের জন্য তার কাছে প্রস্তাব গিয়েছিল। কিন্তু তাকে নাকি পরে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দর্শকদের ইচ্ছায় আবার নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন বিজয়লক্ষ্মী। সম্প্রতি এমনই একটি সুসংবাদ জানা গিয়েছে।
View this post on Instagram
যদিও তিনি কোন চ্যানেলের হাত ধরে ফিরছেন সেটা এখনও জানা যায়নি। জানা যায়নি তার নতুন সিরিয়ালের নামটাও। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর পছন্দের অভিনেত্রীকে আবার পর্দায় দেখা যাবে ভেবেই খুশিতে আত্মহারা হয়েছেন তার ভক্তরা। তাই সকলেই অপেক্ষা করে আছেন এই নতুন সিরিয়ালটির বিষয়ে বিশদে জানার জন্য।