পরকীয়া দেখালে সিরিয়ালে টিআরপি বাড়ে, দর্শক দেখে তাই দেখানো হয়! ধুয়ে দিলেন সহচরী

স্টার জলসার (Star Jalsha) আয় তবে সহচরী (Aay Tobe Sohochori) ধারাবাহিকের বিরুদ্ধে দর্শকদের একাংশের অনেক ক্ষোভ। তাদের দাবি, এই ধারাবাহিক চাইলেই আর পাঁচটা পরকীয়ামূলক ধারাবাহিকের থেকে আলাদা হতে পারত। সাধারণ এক গৃহবধুর সংসারের চৌহদ্দির বাইরে বেরিয়ে কলেজে পড়ার গল্পই হতে পারতো মূল বিষয়বস্তু। কিন্ত ক্রমে টিআরপি টানতে ধারাবাহিকে ঢোকানো হয় পরকীয়ার ট্র্যাক।

বাংলা ধারাবাহিকে পরকীয়া, মেয়ে হয়ে মেয়েদের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখানোর ট্রেন্ডের বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জীও (Biplab Chatterjee)। অভিনেতা এর পরিপ্রেক্ষিতে সরাসরি বাংলা ধারাবাহিক লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীকে দোষারোপ করে তাকে গুলি করে মারার কথা বলে বিতর্কে জড়িয়েছেন। বিপ্লব চ্যাটার্জীর সোজাসাপ্টা কথায় দর্শকরা সমর্থন জানালেও তার বিরুদ্ধে সরব টলিউড। তবে বিপ্লব চ্যাটার্জীকে সমর্থন করলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জী (Koneenica Banerjee)।

aye tobe sohochori

সম্প্রতি খাস খবর পোর্টালের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে কনীনিকা বলেন, “কথাটা উনি ঠিক বলেছেন, তবে ঠিকভাবে বলতে পারেননি। যদি অন্যভাবে বিষয়টাকে বোঝাতে পারতাম তাহলে হয়তো এই ভাবে তাকে অ্যাটাক করা হতো না।” কনীনিকা কিন্তু বর্তমান বিতর্কের প্রেক্ষাপটে দোষারোপ করেছেন দর্শকদের রুচিকেই। তার স্পষ্ট দাবি, দর্শক যা দেখতে চান, যা দেখালে টিআরপি বাড়ে, ধারাবাহিকে তাই দেখাতে হয়।

কনীনিকা উল্টে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছেন, ‘‘নারীদের উপর অত্যাচার হচ্ছে এমন ধারাবাহিক দর্শকেরা দেখে কেন টিআরপি বাড়ান? আপনারা দেখেন বলেই আমরা করতে বাধ্য হয়ে এই ধরনের চরিত্র। আয় তবে সহচরী ধারাবাহিকের গল্প অনুযায়ী যতবারই সহচরীর পড়াশোনা দেখানো হয়েছে, টিআরপি কমে গেছে। আসলে দর্শকেরাই নারীদের ওপর নারীদের এই অত্যাচার দেখতে ভালোবাসেন। একজন নারীকে অপমান করে মাটিতে মিশিয়ে দেওয়া হবে সেটা আজ দেখতে পছন্দ করেন অন্যান্য মানুষেরা। যেদিন দর্শকদের দেখার ধরন বদলাবে না এই ধরনের ধারাবাহিক দেখা বন্ধ করবেন, সেদিন এই ধরনের গল্প তৈরি হওয়া বন্ধ হবে”, সাফ জানালেন কনীনিকা।

New Twist on Aye Tobe Sohochori as Sohochori Started Her New Career

অভিনেত্রী আরও বলেছেন, “ইতিহাসে যেমন মানুষকে অত্যাচারিত হতে দেখে মজা পেত বাকিরা, তেমনই রয়ে গিয়েছি আমরা। শুধু শিক্ষিত হওয়ার মুখোশটা পরে নিয়েছি। কেউ অত্যাচারিত হলে সবাই দেখতে পছন্দ করে। তাই শাশুড়ি বৌমার খারাপ সম্পর্ক বা পরকীয়া সেদিনই বন্ধ হবে যেদিন দর্শকেরা ভালো হবে”।

বিরক্ত হয়ে কনীনিকা বলেছেন, “দর্শকেরা কেন এই ধরণের রিগ্রেভিস জিনিসগুলো দেখে টিআরপি বাড়াতে সাহায্য করে? দর্শকেরা এই জিনিস দেখে বলেই আমাদের এই সব করতে হয়। আয় তবে সহচরী একটা খুব ভালো সিরিয়াল ছিল পড়াশোনা নিয়ে, এখনও পর্যন্ত প্রোডিউসার ও চ্যানেল চেষ্টা করছে কিভাবে মূল কন্টেন্টে ফিরে আসা যায়। কিন্তু পড়াশোনা দেখানো হলেই সবাই দেখা বন্ধ করে দেয়, টিআরপি পড়ে যায়। একি রে ভাই’’!