

জীবনে অল্প একটু সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য দিনরাত বিস্তর পরিশ্রম করেন বহু মানুষ। যদিও পরিশ্রম করলেই যে সব সময় সৌভাগ্য ফেরে এমনটা নাও হতে পারে। অর্থ, সুখ এবং শান্তি একসঙ্গে এই তিনের দেখা মেলা বেশ মুশকিলের ব্যাপার। সেই সঙ্গে শরীর-স্বাস্থ্যও আছে। জানেন কি অর্থ ভাগ্য থেকে শরীর-স্বাস্থ্যের উন্নতিতে সহায় হতে পারে শুকনো লঙ্কা (Uses Of Dry Red Chilies For Financial Crisis)?
আজকের এই প্রতিবেদনে বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শমত জীবনে অর্থনৈতিক সংকট কাটানোর কিছু টিপস রইল যেগুলো মেনে চললে ভাগ্য ফিরে যেতেও পারে। রান্নার প্রয়োজনে প্রায় প্রত্যেকের বাড়িতেই গোটা শুকনো লঙ্কা পাওয়া যায়। রান্নার স্বাদ বাড়াতে এই উপাদানের গুরুত্ব অসীম। শুকনো লঙ্কা দিয়ে খুব সামান্য কিছু টোটকাতে অর্থনৈতিক এবং শারীরিক সমস্যা এড়াতে পারবেন।
এমনিতে বাচ্চাদের নজর কাটাতে শুকনো লঙ্কা পুড়িয়ে দেন বড়রা। এই শুকনো লঙ্কা কিন্তু অর্থনৈতিক সংকট মোচনেরও কাজ করে। শুধু রান্নার স্বাদ এবং রং বাড়ানোর জন্য নয়, শুকনো লঙ্কা দিয়ে আপনি মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করতে পারবেন। তার জন্য মোটে সাতটি গোটা শুকনো লঙ্কা হলেই যথেষ্ট।
হিন্দু ধর্মানুরাগীদের প্রায় প্রত্যেকের ঘরেই মা লক্ষ্মীর ঘট থাকে। প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালী পড়ার সময় সাদা কাপড়ে ৭ টি শুকনো লঙ্কা মুড়ে মা লক্ষ্মীর আসনের সামনে রেখে দিন। শুকনো লঙ্কা এইভাবে ব্যবহার করলে জীবনের অনেক সমস্যা দূর হয়। এছাড়াও রোজ রাতে যে বালিশে মাথা দিয়ে ঘুমোন সেই বালিশের তলায় শুকনো লঙ্কা রেখে দেখুন।
অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য আলমারি যেখানে টাকা রাখেন সেখানে সাতটি শুকনো লঙ্কা রেখে দিতে পারেন। এতে আপনার যে অর্থনৈতিক সংকট থাকলে তা কেটে যাবে। শুকনো লঙ্কা দিয়ে এই ঘরোয়া টোটকা পর পর ৭ দিন নিয়ম মেনে করতে হবে। তাহলেই ফল পাবেন হাতেনাতে।