কতদূর এগিয়েছে সুশান্তের মৃত্যুরহস্যের তদন্ত, এখনো পর্যন্ত কী কী জানা গেছে

২০২০ সালের ১৪ ই জুন বলিউডের কাছে এবং ভারতীয় সিনেমাপ্রেমী মানুষের কাছে ছিল একটি কালো দিন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জীবিত থাকলে গত ২১ শে জানুয়ারি ৩৫এ পা দিতেন অভিনেতা। সাত মাস পরে কোন পথে আছে তদন্ত? দেখে নেওয়া যাক।

সুশান্তের দেহ পাওয়ার পরে ঘটনাটাকে আত্মহত্যা বলে মুম্বাই পুলিশ। তবে সেই কথা কেউ মানেননি। বরং সুশান্তের বাবা এক মাস পর বিহার পুলিশের কাছে সুশান্তের প্রেমিকার রিয়া চক্রবর্তী (Reha Chakraborty) বিরুদ্ধে সুশান্তকে মানসিক এবং আর্থিক অত্যাচারের অভিযোগ দায়ের করেন।

পাশাপাশি সুশান্তের অজস্র ভক্ত সুশান্তর মৃত্যুকে ঘিরে সিবিআই (CBI) তদন্তের দাবিতে সরব হন। তদন্তের ভার গিয়ে পড়ে সিবিআই এর উপর। সিবিআই তদন্ত চলাকালে অভিনেতার মৃত্যুতে মাদক পাওয়া যায় যার ফলে তদন্তের দায় নেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

একই সাথে তদন্ত চলতে থাকে সিবিআই এবং এনসিবির। তদন্তে মাদক যুগে রিয়া চক্রবর্তী তাঁর ভাই সহ বেশ কিছু জনকে হেফাজতে নেয় এনসিবি।অবশ্য প্রমাণের অভাবে জামিনে মুক্ত হয় রিয়া।এমনকি সুশান্তের মৃত্যুর সাথে রিয়ার যোগের কোন প্রমাণ মেলেনি।

রিয়া চক্রবর্তী সুশান্তের দিদিদের বিরুদ্ধে ভুল প্রেসক্রিপশন দিয়ে সুশান্তকে ওষুধ খাওয়ানোর অভিযোগ তোলেন। এরপর গত অক্টোবরে সুশান্তের ভিসেরা রিপোর্ট আবার পরীক্ষা করে এমসের চিকিৎসকেরা।

সিবিআই কে তারা জানান সুশান্তের কোন বিক্রিয়ার ফলে মৃত্যু হয়নি।এই মৃত্যু তদন্ত নিয়ে এখনো পর্যন্ত কোনো অবস্থান স্পষ্ট করেনি সিবিআই। দ্রুত তদন্ত রিপোর্ট সামনে আনার জন্য ইতিমধ্যেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।