দাগছোপ হবে দূর, গোলাপের মত সুন্দর চেহারা পেতে রোজ রাতে করুন ছোট্ট এই কাজ

গোলাপের মত সুন্দর লাবণ্য ত্বকে পেতে রোজ করুন ছোট্ট এই কাজ

Uses Of Rose Water For Cristal Clear Glowing Skin

ত্বকের যত্নের জন্য ব্যবহৃত সব বিউটি প্রোডাক্ট (Beauty products) তৈরি করা হয় গোলাপ জল দিয়ে। বহুকাল ধরেই ত্বকে গোলাপ জল ব্যবহার করার চল রয়েছে। কারণ ত্বকের নানা সমস্যার সমাধান করার ক্ষমতা রয়েছে গোলাপ জলে। বহু মানুষ ত্বকে সরাসরি গোলাপ জল (Rose Water?) ব্যবহার করেন আবার কেউ কেউ কোনও ফেসপ্যাকের (Face Pack) সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করা যেতে পারে। তবে গোলাপ জল দিয়ে ফেস টোনার বানিয়েও মুখে ব্যবহার করা যায়।

গোলাপ জল কী? (What is rose water?)
গোলাপ জল হল এমন একটি সুগন্ধি যা গোলাপের পাঁপড়ি দিয়ে তৈরি করা হয়। এটি নানা ধরনের কসমেটিক ফর্মুলা, ওষুধ এবং সুগন্ধিতে ব্যবহার করা হয়। গোলাপ জলে ১০-৫০ শতাংশ গোলাপের তেল থাকে। এই গোলাপের তেল গোলাপ ফুলের নির্যাস থেকে পাওয়া যায়।

ROSE FOR SKIN CARE

বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে এই গোলাপ জলে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-মাইক্রোবায়াল, অ্যান্টি-অ্যাংজাইটি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট জাতীয় উপাদান। যা ত্বকের জন্য খুব উপকারী। তাই অনেক বিউটি প্রোডাক্টে গোলাপ জল মেশানো থাকে।

বাড়িতে গোলাপ জলের টোনার বানানোর পদ্ধতি (How to make rose water toner at home):
প্রথমে একটি কাপে গোলাপের পাপড়ি নিয়ে নিতে হবে। এবার সেই পাপড়িগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিন একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে গোলাপের পাপড়িগুলো মিশিয়ে নিতে হবে।

ROSE FOR SKIN CARE

তারপর ঐ পাত্রের ঢাকনা বন্ধ করে হালকা জল গরম করে নিতে হবে। জলের রং একটু গাঢ় হলেই ওভেন বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবার কিছুদিন কোনও পাত্রে এই গোলাপ জল রেখে দেওয়ার পর। এই জলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে মুখে ব্যবহার করা যেতে পারে।

ROSE FOR SKIN CARE

টোনার ব্যবহার করার পদ্ধতি (How to use toner):
প্রথমে মুখ ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর ভালো করে মুছে নেওয়ার পর এই টোনার একটি কটন প্যাডে নিয়ে সারা মুখে লাগিয়ে নিতে হবে। দিনে দুবার এই ভাবে প্রতিদিন টোনার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল থাকবে।