চুলের যত্ন থেকে মেদ ঝরানো, এই ৫ ভাবে কাজে লাগাতে পারেন পেঁয়াজের খোসা

শুধু চুলের যত্নই নয়, আরও ৫ ভাবে কাজে লাগান পেঁয়াজের খোসা, জানুন ব্যবহারের উপায়

Uses Of Onion Peels In Hair Care Health Care and Plants Growth

চুলের যত্নে পেঁয়াজের গুনাগুন কমবেশি সকলেরই জানা। তবে জানেন কি পেঁয়াজের থেকেও বেশি উপকার লুকিয়ে রয়েছে এর খোসার মধ্যে? প্রতিদিন রান্নার সময় যে পেঁয়াজের খোসা ফেলে দিচ্ছেন সেগুলোর ব্যবহারে শুধু চুল নয়, ত্বক এবং শরীরের বিভিন্ন রোগের উপশম হতে পারে জানতেন (Uses Of Onion Peels For Health Care)? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

নিত্যদিনের রান্নাতে পেঁয়াজ সকলেই কমবেশি ব্যবহার করে থাকেন। তবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে প্রথমেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়। সেগুলোর ঠাঁই হয় আবর্জনার স্তুপে। কিন্তু সেই পেঁয়াজের খোসা যেমন চুল কালো করতে সহায়ক তেমনই ত্বকের সমস্যা, রক্তচাপের সমস্যা এবং মেদ দূর করতে পারে। জেনে নিন কি কি উপায়ে ব্যবহার করতে পারেন এই পেঁয়াজের খোসা।

মেদ এবং রক্তচাপের সমস্যা : যাদের শরীরে মেদের সমস্যা রয়েছে, যারা রক্তচাপ এবং সেই সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন তাদের জন্য দুর্দান্ত কার্যকরী ঔষধি হল পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসা ব্যবহার করে আপনি চা বানাতে পারেন। ১০ থেকে ২০ মিনিটের জন্য পেঁয়াজের খোসা জলে সেদ্ধ করে ছেঁকে নিয়ে পান করুন। এটি মেদ এবং রক্তচাপের সমস্যা দূর করে।

ত্বকের সমস্যা : যারা নিয়মিত চুলকানি রোগে ভুগছেন তারা এই টিপস ব্যবহার করে দেখতে পারেন। এর জন্য পেঁয়াজের খোসার জল ত্বকে লাগান সরাসরি। এরমধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। নিয়মিত পেঁয়াজের খোসার জল ব্যবহার করলে চুলকানি, ফুসকুড়ি এবং ত্বকের কালো দাগ দূর হয়।

চুলের রং করতে : বাজার চলতি রং দিয়ে যারা হেয়ার কালার করাচ্ছেন তারা কালো চুল পেতে হলে ব্যবহার করে দেখতে পারেন পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা সেদ্ধ করে সারারাত ঠান্ডা হতে রেখে দিন। পরের দিন ফিল্টার করে নিয়ে সেই জলটা চুলে লাগান। তারপর চুল ধোয়ার আগে ৩০ মিনিট শুকিয়ে নিন। প্রাকৃতিকভাবে এটি চুলে সুন্দর সোনালী বাদামী রং দেয়।

গাছের সার : গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা। গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে পেঁয়াজের খোসা কেটে ফেলে দেওয়ার বদলে বরং গাছের গোড়ায় ব্যবহার করুন। এতে গাছের উন্নতি হয় এবং ফল উৎপাদনের পরিমাণ বাড়ে।