

দুধ শুধু পুষ্টিকর খাবার নয়, দুধের মধ্যে এমন অনেক প্রাকৃতিক গুণাগুণ রয়েছে যেগুলো রূপচর্চার কাজেও লাগে। বাজার চলতি অধিকাংশ সাবান, ক্রিম কিংবা লোশনের মধ্যে দুধের গুনাগুন রয়েছে। তবে কাঁচা দুধ (Raw Milk) যদি আপনি সরাসরি মুখে ব্যবহার করতে পারেন তাহলে তার থেকে ভাল আর কিছুই হতে পারে না। কাঁচা দুধ ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ফর্সা (Uses Of Milk Cream For Glowing Skin) করে তোলে।
রূপচর্চায় দুধ-বেসনের ব্যবহার বহু পুরনো। বছরের পর বছর ধরে মহিলারা যারা প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে পছন্দ করেন তারা দুধ ও বেসন মুখে ব্যবহার করে আসছেন। দুধের সর যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে ক্রিমের প্রয়োজন পড়ে না। আসলে দুধের সর হল প্রাকৃতিক ক্রিম যা ত্বককে ময়েশ্চারাইজ করে তোলে।
দুধের সর এবং বেসন, অর্থাৎ ত্বকের যত্নে মালাই ও বেসনের পেস্ট যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে তফাৎটা হাতে নাতেই পাবেন। এর জন্য আপনি এক চা চামচ বেসন এবং এক চা চামচ ক্রিম অর্থাৎ দুধের সর মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তারপর ভাল করে মিশিয়ে ঘন এই পেস্ট মুখে লাগিয়ে নিন।
শুধু মুখে নয়, ঘাড়েও যদি কাল দাগ থাকে তাহলেও অনায়েসে ব্যবহার করতে পারেন এই পেস্টটি। তারপর এটিকে লাগিয়ে অন্তত ২০ মিনিট রেখে দিতে হবে। এবার হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ইনস্ট্যান্ট রেজাল্ট চাইলে মালাই এবং বেসনের এই ফেসপ্যাকের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
এছাড়া যদি ত্বকে সোনার মত আভা পেতে চান তাহলে এর সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো যোগ করতে পারেন। তবে মনে রাখতে হবে হলুদ ব্যবহার করে ৭-৮ ঘন্টা বাইরে রোদের আলোয় বের হওয়া যাবে না। তাই হলুদ ব্যবহার করতে চাইলে রাতে শোওয়ার আগে মালাই এবং বেসনের সঙ্গে মিশিয়ে মুখে মেখে নিতে পারেন।
এছাড়া সপ্তাহে অন্তত ১ থেকে ২ বার শুধু দুধের সর হালকা হাতে মুখে ম্যাসাজ করে নিন। বাজার চলতি যে কোনও ক্রিমের তুলনায় এটা অনেক বেশি উপকারী হবে। যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন তাদের জন্য দুধের সর খুবই উপকারী। এটা ত্বক কোমল এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।