আত্মহত্যা নাকি খুন, সুশান্ত মামলায় প্রথমবার বিবৃতি জারি করলো CBI

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কাণ্ডের তদন্ত চলছে পুরোদমে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্তের দায়ভার নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআই। দেখে নেওয়া যাক কতদূর এগোলো সুশান্তের মৃত্যু কাণ্ডের তদন্ত।

মঙ্গলবার সকালে রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং মা সন্ধ্যা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই।পাটনায় করা এফাইয়ার এ রিয়া চক্রবর্তীর পাশাপাশি তাদের নামও আছে। অভিযোগ, সুশান্ত সিং রাজপুতকে মানসিক ভাবে নির্যাতন করতেন তারা।তবে ডিআরডিও অফিসে এই প্রথম গেলেন তারা। সিবিআই এও জানায় যে আগেই চার দিন রিয়া এবং তার ভাই সৌভিক কে ডাকার পর আর এইদিন তাদের ডাকা হয় নি।

এইবার অফিসে ডাক পড়লো সুশান্তের সহযোগী নীরজ সিংহ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি, পরিচারক কেশব এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর মাত্র কিছুদিন আগেই সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু হয়। সুশান্ত এর সাথে দিশার মৃত্যুর কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই।

কোন বিষয়গুলি খতিয়ে দেখছে ইডি?

অন্যদিকে ইডির অফিসে ডাক পড়েছে হোটেল ব্যবসায়ী গৌরবের, যার সাথে রিয়া চক্রবর্তীর মাদক লেনদেন সম্পর্কিত তথ্য প্রকাশ হয়েছিল। রিয়া এবং সৌভিক এর সাথে গৌরবের আর্থিক লেনদেন হত কিনা এবং হলেও তা কত, সেই বিষয়গুলি খতিয়ে দেখছে ইডি।

হাসপাতালকে শো কজ মানবাধিকার কমিশনের

সুশান্ত সিং রাজপুত এর ময়নাতদন্ত নিয়ে নানারকম অভিযোগ উঠেছে। সুশান্ত এর মৃত্যুর পরে সেই হাসপাতালের মর্গে প্রবেশ করেছিলেন রিয়া চক্রবর্তী। কেন তাকে মর্গে প্রবেশ করতে দিল হাসপাতাল কর্তৃপক্ষ, এই প্রশ্নের উত্তর চেয়েই হাসপাতাল কে শো কজ এর চিঠি পাঠিয়েছেন মহারাষ্ট্রের মানবাধিকার কমিশন। এর উত্তরে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন মানবাধিকার কমিশনকে জানিয়েছে যে, মর্গে প্রবেশ করার জন্য রিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি দেয়নি।

সুশান্তের পরিবারের বিরুদ্ধে কি পাল্টা মামলা করবে রিয়া?

অন্যদিকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খুনের কোনো প্রমাণ পাওয়া না গেলেও বারবার কখনও সোশ্যাল মিডিয়ায়, কখনও সংবাদমাধ্যমে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সুশান্তের পরিবার। সুশান্ত বাবা এবং দিদি গণমাধ্যমে এসে সরাসরি বলেন যে রিয়া চক্রবর্তীই খুন করেছেন সুশান্ত কে। কোনো প্রমাণ ছাড়াই এইসব কথা বলার জন্য সুশান্তের পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি তার আইনজীবী সতিশ মানশিন্ড তেমনই জানিয়েছেন।

সিবিআই এই প্রথম প্রেস বিবৃতি

আজ, শুক্রবার সিবিআইয়ের তরফ থেকে প্রথম প্রেস বিবৃতি জারি করা হলো। সিবিআই জানালো যে সুশান্তের মৃত্যু কাণ্ডের তদন্ত সম্পর্কে অনেক সংবাদমাধ্যম ভুল খবর প্রকাশ করছে। এবং এই বলা হয়েছে যে তদন্ত এখনও চলছে এবং তদন্ত চলাকালীন কোনো সিবিআই আধিকারিক কোনো তথ্য প্রকাশ করতে পারেনা, সেটা নিয়মের বিরুদ্ধে।

তাদের বক্তব্য যে অনুমানের ভিত্তিতেই অনেক সংবাদমাধ্যম খুন বা আত্মহত্যার কথা বলছে। এমনকী সংবাদমাধ্যমগুলোর কাছে সিবিআই এর তরফ থেকে অনুরোধ করা হয়েছে সিবিআই এর নামে কোনো তথ্য প্রকাশ করার আগে মুখপাত্রের সাথে কথা বলে যেন বিষয়টি নিশ্চিত করা হয়। শুধু তাই নয়, অনুমানের ভিত্তিতে প্রকাশিত তথ্যের সাথে সিবিআই তদন্তের কোনও যোগ নেই বলেও জানিয়েছে সিবিআই।

আরও পড়ুন :- মৃত্যুর আগে সুশান্তের বাড়িতে ঠিক কী ঘটেছিল, CBI-কে জানালেন ৪ প্রত্যক্ষদর্শী

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দেখানো হয়, সুশান্ত মামলায় খুনের কোনও প্রমাণ CBI আধিকারিকরা পাননি। আর এই প্রতিবেদনের ঠিক পরপরই CBI-এর তরফে এই মামলা প্রসঙ্গে প্রথমবার বিবৃতি জারি করা হল।