‘শেষ হইয়াও হইল না শেষ’, নতুন করে শুরু হল ‘খড়কুটো’, মরে গিয়েও বেঁচে ফিরল ‘গুনগুন’

টানা ২ বছরের যাত্রার পর অবশেষে শেষ হতে চলেছে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ (Khorkuto)। ধারাবাহিক শেষ হওয়ার আগে দর্শকদের কাঁদিয়ে বিদায় নিয়েছে মুখার্জি বাড়ির প্রাণশক্তি গুনগুন। ব্রেন টিউমার অপারেশন করানোর পর আর ফিরে এল না সে। গুনগুনের এই পরিণতির জন্য দর্শকরা প্রস্তুত ছিলেন না তাই স্বাভাবিকভাবেই গল্পের ট্রাজেডিক এন্ডিং তারা মানতেই পারছিলেন না।

বিগত কয়েক দিন ধরে খড়কুটো দেখে কেঁদেছেন হাজার হাজার দর্শক। সেই সঙ্গে লেখিকা লীনা গাঙ্গুলীর কাছেও বারবার আবদার জানিয়েছেন গুনগুনকে ফিরিয়ে আনার। গুনগুনের মৃত্যু দেখতে চাইছিলেন না কেউ। তবে লেখিকার ইচ্ছাই গল্পের শেষ কথা। অবশেষে দর্শকদের দাবিতে বদলালো ধারাবাহিকের গল্প। আবারও ফিরে এল গুনগুন।

Star Jalsha Khorkuto Gungun died after Brain Tumor Operation

গুনগুনের মৃত্যু নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত প্রতিবাদ জানাচ্ছিলেন দর্শকরা তখন লীনা গাঙ্গুলী এবং নায়িকা তৃণা সাহা (গুনগুন) আশ্বস্ত করে বলেছিলেন ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত গুনগুন থাকবে। স্বভাবতই দর্শকদের মনে প্রশ্ন ছিল মরে গিয়েও কীভাবে আবার ফিরতে পারে গুনগুন? অবশেষে মিলল সেই প্রশ্নের জবাব। সত্যি সত্যিই আবার ফিরে এসেছে গুনগুন।

গুনগুনকে খড়কুটোর মত আঁকড়ে বাঁচতে চেয়েছিল গোটা মুখার্জি পরিবার। তার মৃত্যুর পর ভাল ছিলেন না কেউই। এভাবেই গুনগুনের স্মৃতি আঁকড়ে ২৫টা বছর কাটিয়ে দিলেন তারা। হ্যাঁ, গল্পে এবার ২৫ বছর পরের ঘটনা দেখানো হবে। ২৫ বছর পরই আবার মুখার্জি পরিবারে ফিরে আসবে গুনগুন। কীভাবে? এখানেই থাকছে গল্পের সব থেকে বড় টুইস্ট।

মুখার্জি পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য বাবিন এবং গুনগুনের একমাত্র সন্তান ঈশান। ২৫ বছর পর ঈশান এখন তরতাজা যুবক। দেখতে সে একেবারেই তার বাবার মত হয়েছে। অন্যদিকে ঈশানের সঙ্গে দেখা হয়েছে নতুন নায়িকা যে একেবারে তার মা গুনগুনের মতই দেখতে। ঈশান এবং নতুন গুনগুনের দেখা হওয়া দেখিয়েই গল্পের ইতি টানতে চলেছেন লীনা গাঙ্গুলী।

সম্প্রতি ইনস্ট্রাগ্রামে ‘খড়কুটো’র একটি ফ্যান পেজে আসন্ন পর্বের একটি ভিডিও ক্লিপিংস তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ২৫ বছর পর পটকা, ঋজু, মিষ্টি, চিনি, রূপাঞ্জন, সাজির বয়স এখন অনেকটাই বেড়েছে। ঈশানের সঙ্গে নতুন গুনগুনকে দেখে তারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। এখন থেকে এই নতুন গুনগুনই তাদের বেঁচে থাকার রসদ, মুখার্জি পরিবারকে অকুল সমুদ্রেও ভাসিয়ে রাখার খড়কুটো। এভাবেই শেষ হবে ধারাবাহিকের গল্প।