অ্যামাজন প্রাইমে আসছে ২৯ টি ছবি ও ওয়েব সিরিজ, না দেখলে চরম মিস

১৯১৩ সালে পরিচালক ও প্রযোজক দাদাসাহেব ফালকের হাত ধরে বলিউডের (Bollywood) পথ চলা শুরু। তার পরিচালনায় ভারতের প্রথম ছবি ছিল ‘হরিশচন্দ্র’। নির্বাক ছবির হাত ধরেই বলিউড প্রথম হামাগুড়ি দিতে শেখে। তারপর বলিউডের স্বর্ণযুগের অধ্যায় শুরু হয়। বলিউডের জন্ম মুহূর্তের এই যাত্রাপথ কেমন ছিল? ছবির মাধ্যমে এবার তা ফুটে উঠবে দর্শকদের সামনে। অ্যামাজন প্রাইম ওটিটিতে শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee)। সঙ্গে থাকছেন আদিতি রাও হায়দারি, প্রিয়াংশু চট্টোপাধ্যায়রা। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির আসন্ন এই ছবির নাম ‘জুবিলি’। সম্প্রতি অ্যামাজন প্রাইমের তরফ থেকে প্রসেনজিতের লুক প্রকাশ করা হয়েছে। শীঘ্রই আমাজন প্রাইমে নতুন ২৯টি ছবি মুক্তি পেতে চলেছে। আসন্ন এই ছবিগুলির ঘোষণা করে দিল অ্যামাজন প্রাইম (Amazon Prime)। এক নজরে দেখে নিন আসন্ন এই ছবি এবং সিরিজের তালিকা (Upcoming Movie And Webseries On Amazon Prime)।

অধুরা : আধিভৌতিক কাহিনী অবলম্বনে অ্যামাজন প্রাইম ভিডিওতে শীঘ্রই আসছে এই সিরিজটি। একটি বোর্ডিং স্কুলের প্রেক্ষাপট দেখানো হবে সিরিজে। এই সিরিজে অভিনয় করেছেন রসিকা দুগ্গল, ইশওয়াক ‌সিং।

বম্বাই মেরি জান : স্বাধীনতা পরবর্তী সময়ে মুম্বাইয়ের এক সৎ পুলিশ অফিসারের জীবনের গল্প অবলম্বনে আসছে এই সিরিজ। সিরিজে অভিনয় করেছেন কে কে মেনন, অবিনাশ তিওয়ারি, আম্রিয়া দস্তুর এবং অন্যান্যরা।

কল মি বে : করণ জোহারের ধর্মা প্রোডাকশনের ব্যানারে আসছে এই সিরিজ। ফ্যাশন দুনিয়া এবং সেখানকার নানা স্ক্যান্ডালের গল্প এই সিরিজের প্রেক্ষাপট।

ক্র্যাস কোর্স : একটি কোচিং ইনস্টিটিউটের প্রেক্ষাপট মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে সিরিজের। অন্নু কাপুর, বিদিতা বাগ, ভানু উদয়ের মত অভিনেতারা থাকছেন অভিনয়ে।

দাহার : সোনাক্ষী সিনহাকে নিয়ে এই সিরিজের পরিকল্পনা করা হয়েছে। এখানে এক নতুন লুকে দেখা যাবে দাবাং-গার্লকে। সোনাক্ষী সিনহা এই সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করবেন। রহস্য-রোমাঞ্চ ভরপুর সিরিজটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।

ফরজি : রাজ এবং ডিকের পরিচালনায় এই সিরিজের মাধ্যমেই ওটিটি প্লাটফর্মে পা রাখতে চলেছেন শাহিদ কাপুর।

গুলকন্দ টেলস : এই সিরিজটিও পরিচালনা করছেন রাজ এবং ডিকে। পঙ্কজ ত্রিপাঠি এবং পত্রলেখাকে দেখা যাবে এই সিরিজের মুখ্য ভূমিকায়।

এছাড়াও অন্যান্য ছবির মধ্যে রয়েছে, ‘হ্যাপি ফ্যামিলি কন্ডিশন অ্যাপ্লাই’, ‘হাশ হাশ’, শিল্পা শেট্টি অভিনীত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’, ‘জি করদা’ ইত্যাদি। সঙ্গে পুরনো কিছু সিরিজের নতুন সিজনও মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ব্রেথ, কমিকস্তান, ফোর মোর শটস প্লিজ, মেড ইন হেভেন ২, মির্জাপুর ৩, মুম্বাই ডায়েরিস, পাতাল লোক ২, পঞ্চায়েত, দ্য ফ্যামিলি ম্যান ৩।