টিআরপি ধরতে মিঠাইতে আসছে নতুন টুইস্ট, রইলো বিহাইন্ড দ্য সিন ছবি

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিক ধীরে ধীরে নিজের পুরনো গৌরব আবার ফিরে পাচ্ছে। যদিও বেঙ্গল টপারের আসন বিগত ১৪ সপ্তাহ ধরেই অধরা থেকে গিয়েছে মিঠাই এর জন্য! তবে মিঠাই রানী প্রথম স্থান দখল করতে পারেনি তো কি হয়েছে? দ্বিতীয় স্থান তো ধরে রেখেছে! ধারাবাহিকে দর্শকদের কাছে আবার আকর্ষণীয় করে তুলতে নিত্যনতুন চমক আনা হচ্ছে।

সিদ্ধার্থ চাকরি ছেড়ে মিঠাইয়ের কথায় তার চির অপছন্দের মিষ্টির ব্যবসাতেই নেমেছে শেষমেষ। তবে ধীরে ধীরে সেই এই ব্যবসাতে মনোনিবেশ করতে শুরু করে। নিত্য নতুন আইডিয়া দেয়। সিদ্ধার্থের আইডিয়াতে স্বাস্থ্যকর মিষ্টির রেসিপি এখন জমজমাট। রান্নার প্রতিযোগিতাতে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার রান্না করে ও ‘উচ্ছে বাবু সন্দেশ’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে মিঠাই। ধারাবাহিকের এই ট্র্যাক বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি মিঠাইয়ের এই প্রতিযোগিতামূলক ট্র্যাক শেষ হয়েছে। স্বাভাবিকভাবেই এবার মিঠাইতে আসবে নতুন মোড়। শুরু হয়ে গিয়েছে তার শুটিং। সম্প্রতি মিঠাইয়ের একটি ফ্যান পেজের তরফ থেকে শেয়ার করা হয়েছে কিছু বিহাইন্ড দ্যা সিন। মিঠাই পরিবারের শুটিং চলাকালীন এই ছবিগুলো তোলা হয়। ছবিতে মিঠাই, সিদ্ধার্থ, শ্রীনন্দাদের একটি নদীর ধারে শুটিং করতে দেখা যাচ্ছে।

ধারাবাহিকের তরফ থেকে এখনও নতুন প্রোমো শেয়ার করা হয়নি। কাজেই বাস্তবে মিঠাই পরিবার নদীর ধারে কী করছে এটা জানা যায়নি এখনও। যদিও দর্শকরা ইতিমধ্যেই নিজেদের অনুমানকে কাজে লাগাতে শুরু করেছেন। দর্শকদের একাংশের মনে দেখা দিয়েছে আশঙ্কা! মিঠাই পরিবারে নতুন বিপদ ঘনিয়ে আসার আশঙ্কা করছেন তারা।

Upcoming Changes in Zee Bangla Mithai

দর্শকদের একাংশ মনে করছেন নদীর ধারে সিদ্ধার্থ হয়তো কোনও বিপদে পড়েছে। গোটা পরিবার সিদ্ধার্থকে উদ্ধার করতে গিয়েছে। কেউ মনে করছেন, মোদক পরিবারের চিরকালীন শত্রু ওমি আগরওয়াল সিদ্ধার্থের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করেছে। এখন আগামী দিনে মিঠাই পরিবারে কী হয় তা জানার জন্য উৎসুক দর্শকরা।