একসাথে ২৫টি স্কুলে পড়িয়ে এক বছরে কোটিপতি শিক্ষিকা, শুরু হল তদন্ত

একসাথে ২৫ টি স্কুলে পড়িয়ে বছরে ১ কোটি টাকা আয়ের নজির গড়লেন এক শিক্ষিকা। আর এই ঘটনা সামনে আসতেই তাজ্জব হয়ে যায় গোটা দেশ। আর এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সরকার।

একাধিক স্কুলে শিক্ষকতা করে প্রায় ১ কোটি টাকা আয় করেছেন তিনি। কোনওভাবে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য শিক্ষা দফতরের অন্দরে। কীভাবে দিনের পর দিন ধরে এই অনিয়ম চালালেন অনামিকা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যে শিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের একজন ফুলটাইম শিক্ষিকা। কিন্তু সম্প্রতি জানা যায় তিনি ওই স্কুল ছাড়াও আরও ২৪ টি স্কুলের শিক্ষিকা হিসেবে নিযুক্ত।

যে শিক্ষিকার বিরুদ্ধে এমন অভিযোগ তিনি হলেন অনামিকা শুক্লা। উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের শিক্ষক ও শিক্ষিকাদের ডিজিটাল ডাটাবেস তৈরি করার কাজ শুরু হয়েছে। আর এই কাজ চালানোর সময় জানা যায় ওই শিক্ষিকা একাধিক স্কুলে শিক্ষকতার সাথে নিযুক্ত।

কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের পূর্ণ সময়ের শিক্ষিকা হওয়া ছাড়াও তিনি আমেঠি, আম্বেদনগর, প্রয়াগরাজ, আলীগড় সহ একাধিক জেলার স্কুলেও পড়াতেন।

একাধিক স্কুলে পড়িয়ে তিনি শেষ ১৩ মাসে এক কোটি টাকা উপার্জন করেছেন বলেও জানা গিয়েছে। আর এই ঘটনা সামনে আসতেই উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা দপ্তর ওই শিক্ষিকাকে একটি নোটিশ পাঠায়।

যদিও সেই নোটিশের কোন উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানা যায়। শিক্ষা দপ্তরের তরফ থেকে ওই শিক্ষিকাকে নোটিশ পাঠানোর পাশাপাশি আপাতত তার বেতন আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা দপ্তরের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে ওই শিক্ষিকার একই অ্যাকাউন্ট থেকে সমস্ত স্কুলের বেতন তুলতেন কিনা।

ফেব্রুয়ারি মাসের পর থেকে অবশ্য ওই শিক্ষিকার আর কোনও হদিশ নেই। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, স্কুল থেকে মেডিক্যাল কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন তিনি। এখনও কাজে যোগ দেননি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা মন্ত্রী ডঃ সতীশ দ্বিবেদী জানিয়েছেন, “ইতিমধ্যেই ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শিক্ষা দপ্তর। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে উপযুক্ত শাস্তি পাবেন ওই শিক্ষিকা। শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্যই এই ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে।”


Notice: Undefined index: _yoast_wpseo_metadesc in /www/wwwroot/ichorepaka.in/wp-content/plugins/LmShare/LmShare.php on line 245

Notice: Trying to access array offset on value of type null in /www/wwwroot/ichorepaka.in/wp-content/plugins/LmShare/LmShare.php on line 245