ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে এই তথ্যগুলো কেউ জানেনা

ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। মোটামুটি স্কুলে পড়াকালীন ক্লাস সেভেন কিংবা এইটের পড়ুয়ারা এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে জানতে পারে। ভ্যালেন্টাইন্স ডে কে বলা হয় ভালোবাসার দিন। এই ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে। কেও বলে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন আবার কেও বলে এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আসে দূর্ভাগ্য। কিন্তু ভালোবাসার মানুষদের আটকায় কে! অবশ্য শুধুমাত্র ১৪ই ফেব্রুয়ারি নয় ৭ই ফেব্রুয়ারি থেকে ভালোবাসা উদযাপনের মাস শুরু হয়। প্রমিস ডে, চকলেট ডে, কিস দে, টেডি ডে সহ আরও বহু দিন পালিত হয় প্রায় একসপ্তাহ ধরে। তাই এই ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে জেনে নিন কিছু অজানা তথ্য।

যদিও অনেকে বলেন ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে এর গুরুত্ব বুঝতে বেশ কিছু বছর ধরে এই দিনটিতে মানুষের গতিবিধি লক্ষ্য করে একটি সমীক্ষা করা হয়েছে। উঠে এসেছে কিছু অজানা তথ্যও।

১) এই সমীক্ষা অনুযায়ী, এই দিন প্রায় ৩ শতাংশ মানুষ তাদের পোষ্যকে ভ্যালেন্টাইন্স ডে এর উপহার দেন।

২) ১৮০০ সালে ভ্যালেন্টাইন্স ডে এর দিন রিচার্ড ক্যাডবেরি প্রথম চকোলেট আবিষ্কার করেন।

৩)এই দিনটিতে প্রেমিক প্রেমিকারা একে অপরপকে চকোলেট দিয়ে থাকেন। ভ্যালেন্টাইন্স ডে এর দিন সারা পৃথিবীতে প্রায় ৩৫ মিলিয়ন চকোলেট বিক্রি হয়।

আরও পড়ুন :- জীবনের প্রথম প্রেম ভোলা যায় না কেন ?

৪) বিখ্যাত রোমিও জুলিয়েটের নাম কমবেশি সবাই শুনেছেন। আজও এই ভ্যালেনটাইন্স ডে এর দিন ইতালির ভেরোনায় জুলিয়েটের নামে হাজারের বেশি মানুষ চিঠি লিখে থাকেন।

৫) ভ্যালেন্টাইন্স ডে এর দিন ২৭ শতাংশ প্রেমিকা তাদের প্রেমিকের জন্য ফুল কিনে থাকেন। ও প্রায় ৭৩ শতাংশ প্রেমিক তাদের প্রেমিকার জন্য ফুল কিনে থাকেন।

আরও পড়ুন :- প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি

৬) সমীক্ষা বলছে এই ভ্যালেন্টাইন্স ডে এর দিনই গড়ে প্রায় আড়াই লাখ মানুষ বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন।

৭) এই ভ্যালেন্টাইন্স ডে কে কেন্দ্র করে রয়েছে কিছু ধারণা। আগে ধারণা ছিল এই দিনটিতে যদি কোনো নারী উড়ন্ত রবিন পাখি দেখেন তাহলে তার বিয়ে হবে একজন নাবিকের সাথে। আবার যদি ওই দিনটিতে কোনো নারী যদি চড়ুই পাখি দেখেন তাহলে তার বিয়ে হবে গরীবের সাথে।

আরও পড়ুন :- প্রেমের প্রকারভেদ; প্রেম কত প্রকার ও কী কী ?

৮) প্রথম দিকে এই দিনটিতে হাতে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য হাতে কার্ড বানানো শুরু হয়। পরে ১৮০০ সালের দিকে ফ্যাক্টরিতে শুরু হয় কার্ড বানানো।

৯) সমীক্ষা বলছে এই দিনটিতে প্রায় ১৫% মহিলা নিজের জন্য চকোলেট কেনেন।

১০) এই দিনটিতে শুধুমাত্র আমেরিকায় বিক্রি হয় প্রায় এক বিলিয়ন চকোলেট।