মেয়েদের মন বোঝার উপায়

মেয়েদের মন বোঝার উপায় :

মেয়েদের মন বোঝা সত্যিই দায়। অনেকেই বলেন মেয়েদের মন নাকি ভগবানও বুঝতে পারেননি। আবার অনেকে এটাও বলেন ‘মেয়েদের মন আর আকাশের রং’ ক্ষণে ক্ষণে বদলায়। কথাগুলো সত্যি না মিথ্যা আমার জানা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে এই কথাটি সত্যি হলেও সব ক্ষেত্রে কিন্তু সত্যি নয়। মাঝে মাঝে মেয়েদের মন বোঝা না গেলেও, একটু বুদ্ধি খরচ করেই মেয়েদের ভালো ভাবেই বুঝে নেওয়া সম্ভব। আপাতদৃষ্টিতে মেয়েদের মন পুরোপুরি না বোঝা গেলেও কিছু উপায় অবলম্বন করে তাদের মনের মতিগতি নিয়ন্ত্রণে আনা যায়। এর জন্য আপনাকে অনেক ছোটোখাটো ব্যাপারগুলোতে নজর দিতে হবে।  জানতে চান মেয়েদের মন বোঝার কৌশল ? জানতে চান মেয়েদের মন ভালো করার উপায় ? চলুন আজ তবে জেনে নিই মেয়েদের মন গলানো কিছু কথা আর মেয়েদের মন কি চায় ? সঙ্গে জানবো মেয়েদের মন বোঝার উপায়

 

মেয়েদের মন কি চায় ?

woman thinking
প্রশংসা – মেয়েরা সব সময় প্রশংসা শুনতে চায়। বিশেষ করে কোনো মেয়ে যদি আপনার জন্য সাজে, রাঁধে কিংবা অন্য কিছু করে তাহলে সে আপনার থেকে প্রশংসা আশা করে। তবে আপনার প্রেমিকা কিংবা স্ত্রীর সামনে ভুলেও অন্য মেয়ের আবার প্রশংসা করবেন না যেন। এটা আবার মেয়েরা একদমই সহ্য করতে পারে না। সবথেকে জনপ্রিয় “মেয়েদের মন ভালো করার উপায় এটাই।

 

আদর – মুড অফ, রাগ, দুঃখ, অভিমান যাই হোক না কেন, আর সেটা আপনার প্রেমিকা / স্ত্রী বা অন্য মেয়ের মধ্যে কাজ করুক না কেন একটু মিষ্টি সুরে আদুরে গলায় কথা বলুন একটু আদর করুন এবং তাকে হাসানোর চেষ্টা করুন। মেয়েটির মন ঠিক হতে বাধ্য।

সারপ্রাইজ – মেয়েরা সারপ্রাইজ এবং উপহার পেতে খুব বেশি পছন্দ করে। তাই মেয়েটি যে মুডেই থাকুন না কেনমেয়েটির মন পেতে হলে আপনাকে সারপ্রাইজ এবং উপহার দিতে হবে।

নেতিবাচক মন্তব্য –  কোনো মেয়েকে খারাপ দেখাচ্ছে কিংবা আপনার স্ত্রীর রান্না ভালো হয়নি। এই পরিস্থিতিতে আপনি কি করবেন ? তাকে সরাসরি বলে দেবেন বিষয়টি ? যদি এই কাজটি করেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে। তাই কোনো মেয়েকে/ বন্ধুকে / প্রেমিকাকে / স্ত্রীকে ভুলেও নেতিবাচক কোনো মন্তব্য করবেন না কখনই।

 

  • মেয়েরা অনেক সময় কিছু বলে না মনে মনে বুঝে নিতে। এটা অবশ্য ছেলেদের খুব অপছন্দের। ছেলেরা এই সময় যেটা ভাবে সেটা হল মেয়েটি তার মনের কথা নিজে নিজে বুঝে নিতে বলছে।কিন্তু ব্যাপারটি ঠিক উল্টো। মেয়েরা আসলে চায় ছেলেরা তাদের প্রশ্ন করে তার মনের কথা জেনে নিক।
  • মেয়েরা নিজেরাও মাঝে মাঝে জানে না তারা আসলে কী চায়। তাই ঝামেলা এড়াতে তাদের হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলিয়ে চলাই ভালো।
  • কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে তবে সে তার কথায় এবং কাজে তার পছন্দ প্রকাশ করে। এবং মনে মনে চায় ছেলেটি তা বুঝে নিয়ে তাকে বলুক।

মেয়েরা যা পছন্দ করে না

  • মেয়েদের যখন কিছু বলবেন সরাসরি বলবেন। সরাসরি কথা শুনতে মেয়েরা ভালোবাসে। এমনকি আপনি যদি কোনো মেয়েকে ভালোবসেন তাহলে সেই কথাটিও মেয়েটিকে সরাসরি বলুন। এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যায়।

 

  • সব মেয়েরাই স্টাইলিশ। তাই মেয়েরা স্টাইলিশ ছেলেদের পছন্দ করে। স্টাইলিশ মানে শুধুমাত্র পোশাকে স্টাইলিশ নয় কথাবার্তা, চাল চলন, পোশাক, পরিচ্ছন্নতা, চুল সব কিছু মিলিয়েই স্টাইলিশ। কোনো ছেলের শরীর থেকে কিংবা মুখ থেকে দূর্গন্ধ মেয়েরা একদমই পছন্দ করে না ।

 

  • মেয়েরা কৃপনতা একেবারেই ভালোবাসে না। বিশেষ করে প্রথম ডেটে কিংবা প্রেমের শুরুর দিকে একেবারেই কিপটামি করবেন না। তাহলে ভুলেও সেই মেয়েটি আপনার ধারে কাছেও ঘেঁষবে না আর কোনোদিন।

 

  • যে ছেলেরা একেবারেই কারো সাথে মেশে না কিংবা ভালো ভালো কথা বলতে জানে না সেইসব ছেলেকে মেয়েরা একেবারেই পছন্দ করেন না। আবার যেসব ছেলে সারাদিন বন্ধু বান্ধব হইহুল্লোড় নিয়ে ব্যস্ত থাকে তাদেরকেও মেয়েরা অপছন্দ করেন। মেয়েরা সেইসব ছেলেদের পছন্দ করে যারা তাদেরকেও সময় দেবে আবার সামাজিকও হবে।

 

  • কখনোই এবং কোনো মতেই নিজের প্রেমিকা/স্ত্রীকে অন্য একজন মেয়ের সাথে তুলনা করবেন না। এই কাজটি মেয়েরা একেবারেই পছন্দ করেন না।

 

  • মেয়েরা সাধারনত অতীত নিয়ে বেশি ঘাঁটে না কিন্তু আপনি যদি আপনার পুরোনো প্রেমিকাকে ভুলতে না পারেন তবে কোনো মেয়েই আপনাকে পছন্দ করবে না।

 

মেয়েদের মনের গোপন কথা

Sradfha Kapoor

এই লক্ষনগুলোর একটাও মিলে গেলে বুঝে নিন মেয়েটি আপনার প্রেমে পড়েছে

  • মেয়েটি তোমাকে সবসময় গুরুত্ব দিচ্ছে। ঝটপট তোমার মেসেজের উত্তর দিচ্ছে। তোমার ফোন কল কখনই মিস করছে না, এমন কি মিস করলেও একটা বড় ‘সরি’ বলছে।

 

  • রেস্টুরেন্টে কিংবা রাস্তা দিয়ে হাঁটার সময় সে তোমার অনেক কাছে ঘেঁষবে এবং তোমার হাতের সঙ্গে তার হাত মিলাবে। গাড়িতে তোমার হাত জড়িয়ে ধরবে।

 

  • মেয়েটি তোমার প্রাক্তন প্রেমিকার সম্পর্কে খুঁটিনাটি যাবতীয় সকল তথ্য জানতে চাইবে। যাতে সে তোমার পছন্দ ও অপছন্দ বুঝতে পারে।
  • তোমার জন্মদিন হোক কিংবা তোমার সঙ্গে মেয়েটির প্রথম দেখা হবার তারিখ, সে সবকিছু মনে রাখবে এবং তোমার থেকেও বেশি খুশি হবে।
  • তোমার দিনটি মোটেও ভাল কাটেনি তখন সে তোমার মুখে হাসি ফুটানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। সে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি আবার স্বাভাবিক হতে পারছ।
  • মাঝরাত হোক বা মাঝ দুপুর তুমি কল করলেই সে ফোন ধরবে। হয়ত তাকে ঘুমোতে হবে কিন্তু তা সত্বেও সে তোমার সঙ্গে রাতভর কথা বলবে।
  • যদি তার সামনে অন্য কোনো সুন্দরী  মেয়ের প্রশংসা করা হয় আর তার স্বরের পরিবর্তন আসে।
  • মেয়েটি তোমাকে পছন্দ করলে মেয়েটি অবশ্যই এই কথাটি  তার বন্ধুদের জানাবে। তারপর তোমার সঙ্গে দেখা করতে চাইবে এবং তোমার সঙ্গে বন্ধুত্ব করাবে।
  • যদি কোনো মেয়ে সব  প্ল্যান শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য বাতিল করে তাহলে বুঝে নেবেন মেয়েটি সত্যিই আপনাকে অনেক ভালোবাসে।