মেয়েদের বিষয়ে এই তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন!

পৃথিবীতে অনেক কিছু ঘটে যা প্রায় আমাদের অজানা থাকে। পৃথীবিতে প্রতি ২৪ ঘন্টায় ঘটছে নানা রকমের ঘটনা। আর এ সব ঘটনা নিয়ে গবেষনা ও বিশ্লেষন করছে গবেষকরা। মহিলাদের ওপর বিভিন্ন গবেষণার মাধ্যমে কিছু মজাদার ও আশ্চর্যজনক তথ্য বের হয়ে এসেছে। যা জানতে পারলে আপনিও অবাক হবেন। তাহলে আর দেরী না করে আসুন জেনে নিই..

Woman Talking
Source

মেয়েরা সারাদিনে প্রায় কথা বলার জন্য গড়ে প্রায় ২০০০০ শব্দের ব্যাবহার করে। সেই জায়গায় ছেলেরা গড়ে মাত্র ৭০০০ শব্দ ব্যাবহার করে।

মেয়েরা বছরে প্রায় ৩০ থেকে ৬৪ বার কাঁদে আর সেখানে ছেলেরা ০৬ থেকে ১৭ বার।

জানেন কি মেয়েরা দিনে তিন বার মিথ্যা কথা বলে, আর ছেলেরা দিনে ছয় বার মিথ্যা কথা বলে ?

জানেন কি পৃথিবীতে মাত্র ২ শতাংশ নারী নিজেকে সুন্দর বলে মনে করেন ও প্রকাশ করেন ?

মেয়েরা তাদের জীবনের প্রায় এক বছরের মত সময় শুধুমাত্র কোন কাপড়টি পরবে সেটা ঠিক করতেই কাটিয়ে দেয়।

একটি মেয়ে ১ মিনিটে প্রায় ১৯ বার তাদের চোখের পলক ঝাপটায়। যেখানে ছেলেরা মাত্র ১১ বার। বিশ্বাস না হলেপরীক্ষা করে দেখতে পারেন।

মহিলাদের হৃদকম্পন পুরুষের তুলনায় বেশি। একই সময়ে পুরুষের তুলনায় মহিলাদের হৃদকম্পনের পরিমান বেশি ও দ্রুত। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও জানা যায় নি।

মেয়েরা প্রচুর পরিমানে স্বপ্ন দেখে। একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন, কিন্তু একজন পুরুষকে কাল রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না।

Woman Heart Attack
Source

মহিলাদের মৃত্যুর প্রধান কারন হৃদরোগ। তাই কোন নারী যদি কখনো বলে যে তার হার্ট নেই, তাহলে বিশ্বাস করবেন না।

প্রতি ৯০ সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারনে একজন মহিলা মৃত্যুবরন করেন।

যেসব নারীদের হার্ট ও বুকে ব্যথার সমস্যা রয়েছে, তাদের বিষণ্ণতা, বদহজম ও কাঁধে ব্যথার সমস্যাও রয়েছে।

ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছুর স্বাদ পরীক্ষায় বেশি পারদর্শী।

সমীক্ষা অনুযায়ী, সারা জীবনে গড়ে একজন মহিলা ২ থেকে ৩ কিলোগ্রাম লিপস্টিক খায়।

একজন মহিলা গড়ে আয়নার দিকে তাকানোর পিছনে সময় ব্যয় করে বছরে ১২০ ঘণ্টা।