সাইকেলে চেপে গ্রামের বাড়িতে টহল দিলেন ‘সারদা’র মা ত্বরিতা, ভাইরাল ভিডিও

গত ১৫ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন টলি টাউনের জনপ্রিয় জুটি সৌরভ-ত্বরিতা (Twarita Chatterjee)। ধারাবাহিক জগতে দুজনেরই খ্যাতি আছে। পৃথক সিরিয়ালে অভিনয় করলেও সারাটা জীবন একসাথে কাটানোর জন্য একে অপরকে বেছে নিয়েছেন তারা।

বিয়ের পর এই ছোট্ট একটি হানিমুন কাটাতে এই দম্পতি চলে গিয়েছিলেন বকখালি। সেখান থেকে ফিরে আবার যে যার কাজে মন দিয়েছন। সম্প্রতি বিখ্যাত ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে সারদার মায়ের চরিত্রে অভিনয় করছেন ত্বরিতা চ্যাটার্জি (Twarita Chatterjee)। দেখা গিয়েছে তাকে কখনো তিনি নায়িকা, তো কখনো হয়েছেন খলনায়িকা।

Twarita Chatterjee Marriage

সম্প্রতি গ্রামের বাড়িতে দেখা গিয়েছে অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জিকে। গ্রামের বাড়িতে নিজের মানুষজনের সাথে তার তারকা পরিচিতি ভুলে সম্পূর্ণ আলাদা ছন্দে গ্রামের এক সাধারণ মেয়ের রূপে ধরা দিলেন তিনি।সাইকেল চালিয়ে এই গ্রামের মেঠো পথে ঘুরে বেড়াতে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট হওয়ার পরই তুমুল ভাইরাল হয় ভিডিওটি।