মিঠাই, খড়িকে টেক্কা দিতে আসছে টুম্পা, জানা গেল ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকের নায়িকার পরিচয়

নারীকেন্দ্রিক ধারাবাহিকের ভিড়ে জায়গা করে নিতে খুব শীঘ্রই কালার্স বাংলাতে (Colours Bangla) আসছে নতুন ধারাবাহিক। আসন্ন এই ধারাবাহিকের নাম ‘টুম্পা অটোওয়ালি’ (Tumpa Autowali)। ধারাবাহিকের অ্যানিমেশন প্রোমো ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। সেই থেকে জানা গিয়েছে ধারাবাহিকের নায়িকা পেশায় অটোচালক। নায়িকার পরিচয় অবশ্য জানায়নি চ্যানেল। তবে এবার ‘টুম্পা অটোওয়ালি’র টুম্পার পরিচয় জানা গেল।

ধারাবাহিকে যিনি নায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনিও দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত। জনপ্রিয় টেলি-নায়িকা ডোনা ভৌমিক (Dona Bhowmik) এই ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করছেন। উল্লেখ্য এর আগে সান বাংলাতে ‘মোম পালক’ (Mom Palak) ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল ডোনাকে। গত মাসেই সেই ধারাবাহিক শেষ হয়েছে। এক মাসের মধ্যেই নতুন ধারাবাহিকের কাজ এসে গিয়েছে তার হাতে।

colours bangla tumpa autowali

‘মোম পালক’ ধারাবাহিকে মাত্র কিছুদিনের মধ্যেই দারুণ পরিচিতি পেয়েছেন ডোনা। এবার ক্রিস্টাল ড্রিমসের প্রযোজনায় এই ধারাবাহিকে এক নারীর লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। এই প্রথমবার বাংলা টেলিভিশনে মহিলা অটোচালকের গল্প দেখতে চলেছেন দর্শকরা। টুম্পার জীবনের লড়াই নিয়ে একেবারেই আলাদা স্বাদের একটি ধারাবাহিক জায়গা করে নিতে আসছে দর্শকদের মনে।

‘টুম্পা অটোওয়ালি’ আসছে সাধারণ একটি মেয়ের গল্প নিয়ে। এই ধারাবাহিক দর্শকদের মাঝে ‘ইচ্ছে থাকলেই উপায় হয়’ এই বার্তা পৌঁছে দেবে। তবে ধারাবাহিকের প্রোমো দেখে নেটিজেনদের একাংশ ধারাবাহিকটিকে নিয়ে ট্রোল করতে শুরু করেছেন। কেউ লিখছেন, ‘এই পথ যদি না শেষ হয় পার্ট ২’ হচ্ছে ‘টুম্পা অটোওয়ালি’।

Dona Bhowmik

যদিও ‘এই পথ যদি না শেষ হয়’তে বড়লোক বাড়ির মেয়ে উর্মিকে ট্যাক্সি চালাতে দেখা গিয়েছিল। তার সঙ্গে টুম্পার কোনও মিল নেই বলেই সওয়াল করছেন বাকিরা। আবার নেটিজেনদের একাংশ ধারাবাহিকের গল্পের ভবিষ্যৎ ট্র্যাক সম্পর্কেও আগাম বলে দিচ্ছেন। অন্যান্য ধারাবাহিকের ট্র্যাকের একঘেয়েমি দেখে তিতিবিরক্ত দর্শকরা লিখলেন, ‘সেই তো এক বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করবে, আর তারপর টুম্পাও ধনী মহিলা হয়ে যাবে’!

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)