‘গুড, গুডার, গুডেস্ট’, বাংলা ধারাবাহিকের ইংরেজি শিক্ষার বহর দেখে ধুয়ে দিল নেটিজেনরা

বাংলা ধারাবাহিক (Bengali Mega Serial) নিয়ে বিতর্ক, সমালোচনার ঝড়ে মাঝে মাঝেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এবার ফের নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হলো বাংলার একটি সিরিয়ালকে। কালার্স বাংলার (Colours Bangla) ‘তুমি যে আমার মা’ (Tumi Je Amar Maa) ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপিংস নিয়ে সম্প্রতি নেটিজেনরা বেজায় উত্তেজিত। কারণ সেখানে এক ইংরেজি শিক্ষিকা তার ছাত্রীকে ভুলভাল ইংরেজি শেখাচ্ছেন!

এই ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে এক গৃহ শিক্ষিকা ধারবাহিকের খুদে চরিত্র আরোহিকে বাড়িতে পড়াতে এসেছেন। তাকে ইংরেজি শেখাতে গিয়ে নিজেই ভুল বলছেন শিক্ষিকা। ‘গুড’ এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে শেখাতে গিয়ে তিনি বলেন ‘গুড, গুডার, গুডেস্ট’। তাও আবার ছোট্ট মেয়েটিকে রীতিমতো ধমকে-চমকে পড়া বোঝাচ্ছেন তিনি!

মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিও ক্লিপিংস নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা এক বাক্যে বাংলা ধারাবাহিকের বিরুদ্ধে আবার সরব হয়েছেন। অন্যদিকে স্ক্রিপ্ট রাইটারকেও তুলোধোনা করতে দেখা যাচ্ছে তাদের। কেউ লিখছেন, ‘এতদিন ধরে ভুল শিখেছিলাম, আজ হয়তো সঠিকটা শিখলাম।’ গৃহ শিক্ষিকাকে উদ্দেশ্য করেও অশালীন মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে।

যদিও আদতে সম্পূর্ণ ধারাবাহিকের এপিসোডে কিন্তু এরকম কিছু নেই। স্ক্রিপ্ট রাইটার ইচ্ছাকৃতভাবেই ওই ইংরেজি শিক্ষিকাকে দিয়ে ভুল বলিয়েছেন বলেই দাবি দর্শকদের। কারণ সম্পূর্ণ এপিসোডের শেষের দিকে বলা রয়েছে যে তিনি এতক্ষণ ভুল বোঝাচ্ছিলেন। কিন্তু যারা সম্পূর্ণ এপিসোডটি দেখেননি তারা এই ধারাবাহিকের বিরুদ্ধে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

সদ্য উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর কিছু ইংরেজি ফেল পরীক্ষার্থীর আন্দোলন এবং তাদের ইংরেজিতে জ্ঞান দেখে রীতিমতো চমকে উঠেছিলেন নেটিজেনরা। তার মাঝেই এই ভিডিও ক্লিপিংস ভাইরাল হওয়াতে সেই বিতর্ক আরও একবার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।