ছবিতে থাকা মেয়েটির নাম বলতে পারবেন? কেবল ১% মানুষ উত্তর দিতে পেরেছেন

ছবির এই মেয়েটির নাম কী হবে বলুন তো? কেবল জিনিয়াসরাই পারবেন উত্তর দিতে

বিশেষজ্ঞরা বলেন মানুষ যত বেশি কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করে তার মস্তিষ্কের সক্রিয়তা ঠিক ততটাই বাড়ে। তাই দিনভর শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে মগ্ন থাকার তুলনায় কিছু ধাঁধামূলক প্রশ্ন (Riddle Questions) -এর সমাধান করা ভাল। ইদানিং সোশ্যাল মিডিয়াতেও নানা ধাঁধামূলক ছবি কিংবা প্রশ্ন ভাইরাল হতে দেখা যায়। বুদ্ধিমান মানুষেরা তার উত্তর খুঁজে বের করার চেষ্টা করেন।

তবে এমন বেশ কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর খোঁজা কিংবা ধাঁধার সমাধান করাটা বেশ মুশকিলের হয়ে দাঁড়ায়। বিশেষ করে ছবিতে কিছু সংকেত দেখে কারও নাম আন্দাজ করা বেশ কঠিন। কেবল বুদ্ধিমান মানুষেরাই এই চ্যালেঞ্জ নিতে পারেন। আসলে এভাবে কার্যত মানুষের বুদ্ধির পাশাপাশি আইকিউ লেভেল (IQ Level) -এরও পরীক্ষা হয়ে যায় একই সঙ্গে।

BRAIN PUZZLE

তাই আজকের এই প্রতিবেদনে আমরা নিয়ে হাজির হয়েছি এমন একটি ছবি যেখান থেকে আপনি নিজের আইকিউ টেস্ট করতে পারবেন। এই ছবিটায় দুটি সংকেতের মাঝে লুকিয়ে আছে একটি মেয়ের নাম। সংকেত দুটি দেখে তার মধ্য থেকে মেয়েটির নাম খুঁজে বের করতে হবে। এটা যিনি পারবেন তিনি নিঃসন্দেহে একজন জিনিয়াস।

আপাতদৃষ্টিতে এই ছবি দেখে মেয়েটির নাম আন্দাজ করার কিছুটা কঠিন মনে হতে পারে আপনার। আসলে ৯৯% মানুষ এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারেন না। কিন্তু এক শতাংশ মানুষ, যারা প্রকৃত অর্থে বুদ্ধিমান তারা সহজেই ধরে ফেলেন আসল উত্তরটা। আপনিও কি ধরতে পারছেন এই প্রশ্নের আসল উত্তরটা কী হতে পারে?

BRAIN PUZZLE

যদি এতক্ষণে না বুঝতে পেরে থাকেন মেয়েটির নাম তাহলে এখানে রইল বিশ্লেষণসহ উত্তর। ছবিতে দেখা যাচ্ছে একটি সুতো এবং একজন মানুষের পা। এই দুটি চিহ্ন থেকে মেয়েটির নাম আন্দাজ করা খুব কঠিন কোনও কাজ নয়। দুটি শব্দকে জুড়ে দিলেই বেরিয়ে আসবে উত্তরটা। সুতো এবং পা, যদি এই দুটি শব্দের পাশাপাশি জুড়ে দিই তাহলে পাওয়া যাবে, সুতো + পা = সুতপা।

BRAIN PUZZLE

আরও পড়ুন : প্লেনের ইঞ্জিনে মুরগি কেন ব্যবহার করা হয়? ৯৯% মানুষ উত্তর জানেন না

অর্থাৎ ছবিতে থাকা এই মেয়েটির নাম সুতপা। যদি প্রথম প্রথম চেষ্টা করে আপনি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তাতে চাপের কিছু নেই। আসলে খুব কম মানুষই চটজলদি এমন সংকেত থেকে আসল উত্তরটা ধরে ফেলতে পারেন। তবে আপনি যদি নিয়মিত এমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকেন তাহলে আপনিও তাড়াতাড়ি হয়ে উঠতে পারবেন একজন জিনিয়াস।

আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?