তারকা হোন বা সাধারণ মানুষ, ছোটবেলার স্মৃতি সকলকেই ভীষণ টানে। ছোটবেলায় প্রিয় মানুষদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি ছবি হয়ে থেকে যায় স্মৃতির পাতায়। ছবির পুরনো অ্যালবাম ঘেঁটে মুহূর্তগুলোকে সামনে পেলে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে শেয়ার করে নেওয়ার লোভ সামলাতে পারেন না তারকারা।
এভাবেই সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই ভাইরাল হয় জনপ্রিয় তারকাদের ছোটবেলার ছবি। যাদের এক নজরে দেখে অনেক সময় চিনে ফেলতে পারেন ভক্তরা। কিন্তু অনেক সময় তাদের চেনাই যায় না। যেমন ছবির এই বাচ্চা মেয়েটিকেও এক নজরে দেখে চিনতে পারছেন না কেউ। ইনি হলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
ছোট্ট এই মেয়ে তার মায়ের কোলে বসে নিশ্চিন্তে মনে খেলা করছে। তার মিষ্টি চেহারা দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। বড় হয়ে এই মেয়ে এখন বাংলা সিরিয়াল এবং টলিউডের পর্দা কাঁপাচ্ছে। এখন তিনি টলিউডের এক নামজাদা অভিনেত্রী। তবে তার শেয়ার করা ছোটবেলার একগুচ্ছ ছবি থেকে তাকে চিনে নেওয়াটা বেশ মুশকিলের।
মায়ের সঙ্গে মোট চারটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তৃণা। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে সেগুলো বেশ পুরনো। প্রথম ছবিতে দেখা যাচ্ছে পার্কে কোনও এক জলাশয়ের পাশে মায়ের সঙ্গে চুপ করে বসে আছে ছোট্ট তৃণা। তার মায়ের পরনে রয়েছে সাদাকালো শাড়ি, মেরুণ রঙের জামা এবং স্পোর্টস জুতো পরে রয়েছে মেয়ে।
অন্য একটি ছবিতে মায়ের কোলে বসে আপন মনে খেলা করতে দেখা যাচ্ছে তৃণাকে। আরেকটি ছবিতে মায়ের সামনে বসে এক মনে পড়াশোনা করতে দেখা যাচ্ছে তাকে। তখন অবশ্য তৃণা একটু বড়। সবথেকে শেষের ছবিতে ঘোড়ার পিঠের উপর চড়ে বসে রয়েছেন তৃণা। এখানেও কিন্তু মা আগলে রেখেছেন মেয়েকে।
View this post on Instagram
এই ছবিগুলি মায়ের জন্মদিন উপলক্ষে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাই ক্যাপশনে লেখেন ‘শুভ জন্মদিন মা’। সেই সঙ্গে হার্ট সাইন ইমোজিও জুড়ে দিয়েছিলেন তিনি। অভিনেত্রীর পোস্ট দেখে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছোট্ট তৃণার মিষ্টি চেহারা প্রশংসাও করছেন তারা।