কিছুদিন আগেই “খড়কুটো’ সিরিয়ালের গুনগুন ওরফে তৃনা সাহার বিয়ে হয়েছে “কৃষ্ণকলি’ সিরিয়ালের নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্যের সাথে। সম্প্রতি তাদের বিয়ের এক মাস পূর্ণ হলো। সেই উপলক্ষে ও একটি সেলিব্রেশন হয়েছে। শুটিং সেটে শুটিং করতে করতে শুটিং এর পোশাকপরা অবস্থাতেই বিভিন্ন সময় নানা রকম ভিডিও করে সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তৃণা।’খড়কুটো’ সিরিয়ালের পুটু পিসির বিয়ে উপলক্ষে পুলিশের পোশাক পরে নৃত্য করার ভিডিও পোস্ট করেছিলেন তৃণা।
স্টার জলসায় ইতিমধ্যেই গুনগুনের হোলি স্পেশাল এপিসোড এর একটি প্রমো দেখিয়ে দিয়েছে। যেখানে নোয়া-কিয়ান, শ্রীময়ী থেকে শুরু করে শঙ্খ- মোহর সকলকেই একত্র হোলি খেলতে দেখা গিয়েছে। দুই ঘন্টার মহাধামাকাদার এই পর্ব যাতে কেউ মিস না করেন সে কথাই মনে করিয়ে দিয়েছেন তৃণা।
বাঙালির সবথেকে পছন্দের উৎসব দোল আসছে। বসন্তের আগমনে রঙে রঙে মেতে উঠবে আমাদের চারিদিক। রঙে রঙে রঙিন হয়ে উঠবে আমাদের চেনা পরিচিত মানুষগুলো। সেলিব্রেটিরা বরাবর দোলের দিন নানা রকম ছবি ভিডিও পোস্ট করেন। কিন্তু বিয়ের পর তৃণার এটাই প্রথম দোল, তাই স্বাভাবিকভাবেই একটু বেশিই উচ্ছ্বসিত অভিনেত্রী। দোলের আগেই তাই তিনি একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে তার হোলির জন্য প্রস্তুতি। এটিকে প্রি-হোলি সেলিব্রেশনের ভিডিও বলা যায়।
View this post on Instagram
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রংবেরঙের লেহেঙ্গা ও হাত ভর্তি লাল চুড়ি পরেছেন তৃণা।মাথায় টিকলি, নাকে নথ আর মানানসই গয়না ও পরেছেন তিনি। আর তারপর ‘নিমুড়া নিমুড়া’ গানের সাথে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রী কে। এই ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন যে -কেউ যেন ২৮ এ মার্চের হোলি স্পেশাল এপিসোডটি মিস না করেন।ভিডিওটি শেয়ার করার একঘন্টার মধ্যেই ১৫ হাজারের বেশি মানুষ এটি দেখে ফেলেছেন।
View this post on Instagram