গুনগুনের মৃত্যুতেই কি শেষ হবে খড়কুটো, অবশেষে নীরবতা ভাঙলেন তৃণা

স্টার জলসার (Star Jalsha) খড়কুটো (Khorkuto) ধারাবাহিকটি ইদানিং টিআরপি তালিকাতে তেমন ভাল ফলাফল দিতে না পারলেও বেশ কিছু সংখ্যক দর্শক এখনও ধারাবাহিকটিকে পছন্দ করেন। একটা সময় প্রাইম টাইমে এক থেকে পাঁচের মধ্যে থাকত খড়কুটোর নাম। তবে বেশ কয়েক মাস আগে স্লট হারিয়ে ধারাবাহিকটিকে দুপুরে পাঠিয়ে দেওয়া হয়।

তবে স্লট বদলালেও খড়কুটোর ভক্তদের কাছে স্বস্তির বিষয়ে এটাই যে চ্যানেল এই ধারাবাহিকটিকে বন্ধ করেনি। যদিও বেশ কয়েক মাস ধরেই ধারাবাহিক বন্ধের শ্লোগান উঠেছে সোশ্যাল মিডিয়াতে। প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জন শুরু হয় তাতে মনে হয় এই বুঝি বন্ধ হল খড়কুটো। তবে নিন্দুকদের মুখে প্রত্যেকবার ঝামা ঘষে দিয়েছে এই ধারাবাহিক।

Star Jalsha Khorkuto New Time Table from 10th January

বর্তমানে এই ধারাবাহিকে একইসঙ্গে আনন্দ এবং উদ্বেগের মধ্যে দিয়ে গল্প এগোচ্ছে। খড়কুটোর নায়িকা গুনগুন ভীষণ অসুস্থ। তার ব্রেন টিউমার ধরা পড়েছে। কিছুদিন বাদেই তার অপারেশন হবে। ডাক্তার বলে দিয়েছেন অপারেশনের পর গুনগুনের বাঁচার সম্ভাবনা ফিফটি ফিফটি। এদিকে বাড়িতে আবার এখনই সাজির দ্বিতীয় বিয়ের তোড়জোড় শুরু হয়েছে।

সাজির বিয়েতে অসুস্থ শরীরেও কাউকে কিছু বুঝতে না দিয়ে সব কাজ করে যাচ্ছে গুনগুন। সে নিজেও জানে অপারেশনের ফলাফল কী হতে পারে। তবে সে কথা সে কাউকে টের পেতে দেয়নি। এদিকে গুনগুনের শরীর ক্রমাগত খারাপ হচ্ছে। যা দেখে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।

দর্শকদের আশঙ্কা, হয়তো বা অপারেশনের পর আর ফিরবে না গুনগুন। নায়িকার মৃত্যু দেখিয়েই লীনা গাঙ্গুলী ধারাবাহিকের ইতি টানবেন। তাই এখন থেকেই লীনা গাঙ্গুলীর কাছে দর্শকরা আর্জি জানাতে শুরু করেছেন যাতে এমন কোনও মোড় ধারাবাহিকে না আসে। গুনগুনের মৃত্যুতে যাতে এই ধারাবাহিক শেষ না হয় তার জন্য সোশ্যাল মিডিয়াতে দাবি তুলতে শুরু করেছেন তারা।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন গুনগুন ওরফে তৃণা সাহা। তিনি দর্শকদের মাঝে যে গুঞ্জন উঠেছে তা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলেছেন তার কাছে গুনগুনের মৃত্যু কিংবা ধারাবাহিক বন্ধ হওয়ার কোনও খবর নেই। খড়কুটো শেষ হয়ে যাওয়ার খবর তিনি অনেকদিন ধরেই শুনছেন। তবে এখনও এই সিরিয়াল চলছে। তিনি নিজে এখনও নিয়ম করে শুটিং করছেন। এমন কোনও খবর তার কানে পৌঁছায়নি।