নুসরত অতীত, নিখিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন ত্রিধা চৌধুরী

টলিউড (Tollywood) অভিনেত্রী নুসরাত জাহানের (Nusrat Jahan) কথাই অবশেষে ফলে গেল। নেটদুনিয়ায় নতুন নায়ক হয়ে উঠলেন নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈন (Nikhil Jain)। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষত নুসরাতের সঙ্গে তার সম্পর্কের অবনমনের পর থেকেই নুসরাত হয়ে উঠেছেন নেটিজেনদের চোখে খলনায়িকা! অপরপক্ষে নিখিল ক্রমশ নেটিজেনদের মনের ঘরে পৌঁছে যাচ্ছেন। সম্প্রতি তার একটি প্রকৃষ্ট প্রমাণ পাওয়া গেল।

নুসরাতের সঙ্গে নিখিলের সম্পর্কের অবনমন, তাদের বিচ্ছেদ, যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতা, সন্তানসম্ভাবনা এবং সর্বোপরি নিখিলের সঙ্গে বিয়ের প্রসঙ্গ অস্বীকার করে সেই সম্পর্ককে “শুধুই সহবাস” তকমা দেওয়াটা নেটিজেনদের একেবারেই না পসন্দ। তাইতো এই প্রসঙ্গে নিখিল জৈনকেই “ভিকটিম” বলে মানছেন অনেকে। তারাই ক্রমশ হয়ে উঠছেন নিখিলের অনুরাগী। এই অনুরাগীরাই নিখিলের একটি ফ্যান ক্লাব খুলে ফেললেন ইনস্টাগ্রামে।

ইতিমধ্যেই নিখিলের ফ্যানের সংখ্যাটা ১০০ ছাড়িয়ে গিয়েছে। ফ্যান ক্লাবের সদস্যরা গত ১৬ই জুন থেকে প্রায় প্রত্যেক দিনই নিখিলের একাধিক ছবি এবং ভিডিয়ো শেয়ার করছেন সেই ওয়ালে। বিভিন্ন পোস্টে কমেন্ট করে সকলেই নুসরাতের বিরুদ্ধে লড়াইয়ে নিখিলের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। নিখিল জৈনকে এই কঠিন মুহূর্তে হিতোপদেশ দিচ্ছেন, লড়াইয়ের জন্য সাহস যোগাচ্ছেন।

Nikhil Jain Fan Club

অর্থাৎ নিখিল যেদিন প্রতিদিন নেট মাধ্যমের নায়ক হয়ে উঠছেন, সে সম্পর্কে সন্দেহের আর কোনও অবকাশ নেই। এদিকে নিখিলের জীবনে আরেক নতুন বান্ধবীর আবির্ভাব হয়েছেন। তিনি হলেন বলিউড (Bollywood) অভিনেত্রী ত্রিধা চৌধুরী (Tridha Choudhury)। অভিনেত্রী বাঙালি হলেও হিন্দি টেলিভিশন সিরিজ এবং বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয়ের দৌলতে আপামর ভারতবর্ষের সিনে অনুরাগীরা তাকে বেশ ভালোমতোই চেনেন। নিখিল এবং ত্রিধা একে অপরকে ফলো করছেন ইনস্টাগ্রামে।

ত্রিধার একাধিক পোস্ট এবং ছবিতে নিখিলের ভালোবাসা ব্যক্ত হয়েছে। নুসরাতের প্রাক্তন স্বামী এখন ত্রিধার পোস্টে লাভ রিয়েক্ট এঁকে দিয়ে কিংবা কমেন্ট করে নতুন গুঞ্জন সৃষ্টি করছেন নেট দুনিয়ায়। নেটিজেনদের অনুমান, নুসরাতের পর্ব নিখিলের জীবনে অতি। ত্রিধা এবং নিখিল জুটিকে কেন্দ্র করেও গুঞ্জন ক্রমশ নতুন মাত্রা নিচ্ছে। সম্প্রতি, ত্রিধা তার ইনস্টাগ্রাম স্টোরি’তে লিখেছিলেন, “বিষাক্ত দাম্পত্য থেকে বিচ্ছেদ ভালো”। এতেই কার্যত নিখিলের সঙ্গে তার সম্পর্কের গভীরতা অনুমান করে নিচ্ছেন নেটিজেন।

Tridha Choudhury High Definition Wallpapers

এবার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন ত্রিধা। তিনি সম্প্রতি Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানিয়েছেন যে, “আমার ইনস্টা স্টোরির সঙ্গে নিখিল-নুসরতের কোনও সম্পর্ক নেই। আজ ওদের বিষয়টা নিয়ে আলোচনায় হচ্ছে, তবে চারপাশে তো এইরকম অনেক ঘটনাই ঘটে। আমার তাই মনে হয়েছে তিক্ত দাম্পত্যের থেকে বিচ্ছেদ অনেক ভালো। আর তাছাড়া নিখিল-নুসরতের বিষয়টা এক্কেবারেই ওদের ব্যক্তিগত বিষয়, এনিয়ে আমি কিছুই বলতে চাই না”।

তবে তিনি আরও বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় কেউ কাউকে ফলো করে, পোস্টে কমেন্ট করে, এগুলো তো সাধারণ বিষয়। এটা নিয়ে আলোচনার কী আছে জানি না। আমি নিখিল একই স্কুলে পড়তাম, ও আমার থেকে ৬ বছরের সিনিয়ার। শুধুমাত্র সেই হিসাবে আমি ওকে চিনি। তবে তার অর্থ এই নয় যে আমি ওকে ভীষণ ভালো করে চিনি। তবে ওর সঙ্গে টেক্সটে যেটুকু কথা হয়েছে, তাতে বাঞ্জি জাম্পিং, ডাইভিং, বেড়ানো, এইসব কিছু বিষয়ে ওর আমার ইন্টারেস্ট মিলে যায়। তবে ওর সঙ্গে আমার কোনও ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তেমনটা এক্কেবারেই নয়”।

Tridha Choudhury High Definition Wallpapers

এখানেই শেষ নয়, নিখিল সম্পর্কে বলতে গিয়ে ত্রিধা বলেন, “হ্যাঁ, যেহেতু নিখিল সমস্যার মধ্যে রয়েছে, তাই বন্ধু হিসাবে মানসিকভাবে যদি পাশে থাকতে হয়, আমি অবশ্যই ওর পাশে থাকব। আমার মনে হয় যেকোনও বন্ধুই সেটা করবে”। ত্রিধা যাই বলুন না কেন, নিখিল এবং ত্রিধার এই সম্পর্ক আগামী দিনে কোন রূপ ধারণ করে তা ক্রমশ প্রকাশ্য বলেই বিবেচনা করছেন নেটিজেন।