
করোনা ভাইরাসের জেরে চলতি বছরে সিনেমা হলের বদলে ঘরে মুঠোফোনে Web Series-এর মধ্যে দিয়েই মনোরঞ্জন খুঁজে নিচ্ছেন সকলেই। OTT Platform-এর এই ওয়েব সিরিজগুলো যেমন দক্ষ অভিনেতাদের দর্শকদের সামনে আনছে তেমনই নতুন নতুন বিষয়বস্তু নিয়ে মানুষকে ভাবিয়ে তুলছে।
Netflix, Amazon Prime Video, Zee 5 এবং Sony Liv এর মতন প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজগুলো দর্শকদের মন জয় করতে বার বার সফল হয়েছে। করোনা ভাইরাসের জেরে শুধু ওয়েব সিরিজই নয়,বেশ কিছু সিনেমাও মুক্তি পেয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের এমন কিছু ওয়েব সিরিজ যা দর্শকদের মন জয় করেছে।
Scam 1992 – SonyLIV :- Sony Liv এ মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হংসল মেহতার প্রথম ওয়েব সিরিজ। ১৯৮০ সাল থেকে ১৯৯০ সালে বোম্বে শহরে চলতে থাকা হর্ষদ মেহতার দুর্নীতিকে কেন্দ্র করে এই ওয়েব সিরিজটি বানানো হয়েছে। ১৯৯২ সালে হর্ষদ মেহতার জীবনের ওঠা, নামা এবং তৎকালীন শেয়ার মার্কেটের অবস্থা বিস্তৃত ভাবে দেখানো হয়েছে। ৯ই অক্টোবরে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটি IMDB রেটিং ৯॰৫, যা এখনো পর্যন্ত কোনও ওয়েব সিরিজের পক্ষে সর্বোচ্চ।
Sacred Games – Netflix :- এটিই ভারতের প্রথম ওয়েবসিরিজ যেটি মুক্তি পেয়েছিল Netflix এ।এই সিরিজে অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী গ্যাংস্টারের গণেশ গাইতনন্ডের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন। যিনি শেষ মুহূর্তে এসে তার জীবনের গল্প শুনিয়েছেন পুলিশ অফিসার সর্টাজ সিং (সেইফ আলী খান) কে এবং তাকে অনুরোধ করেন তিনি যেন বিপদের হাত থেকে শহরকে বাঁচান।
Special Ops – Disney + Hotstar :- এই সিরিজটি মুক্তি পায় Disney Plus Hotstar এ। গত ১৯ বছর ধরে ভারতে হওয়া জঙ্গি হামলা এবং ভারতীয় গোয়েন্দাদের ভূমিকা নিয়েই এই ওয়েব সিরিজের গল্প। এই ওয়েব সিরিজের প্রত্যেকের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আটটি পর্ব বিশিষ্ট এই ওয়েব সিরিজে ভারতে হওয়া জঙ্গি হামলার পেছনে থাকা সত্যি ঘটনা তুলে ধরা হয়েছে। এই ওয়েব সিরিজে ২০০১ সালে ভারতের সংসদে হামলা, ২৬/১১, কাশ্মীরের জঙ্গি হামলা সহ আরও বেশ কিছু জঙ্গি হামলার বিষয় নানান তথ্য চিত্রায়িত করা হয়েছে।
The Family Man – Prime Video :- একজন মধ্যবিত্ত ব্যাক্তির জীবনকে তুলে ধরেছে যেখানে মনোজ বাজপেয়ী (শ্রীকান্ত তিওয়ারী) কে দুটি চরিত্রে দেখা যাবে। তিনি একধারে একজন সাধারণ সরকারি চাকুরীজীবী এবং অন্যদিকে জাতীয় তদন্তকারী সংস্থার চর। একজন মানুষের একইসাথে পরিবার এবং দেশ রক্ষায় ভূমিকা এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে যা দর্শকদের মুগ্ধ করেছে।
Mirzapur – Prime Video :- এই ওয়েব সিরিজটি সম্পর্কে অবগত নয় এমন নেটিজেন কমই আছেন। এই ওয়েব সিরিজের প্রথম পর্বটি যেমন দর্শকদের মন জয় করেছিল তেমনই এর দ্বিতীয় সিজনটি ইন্টারনেটের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই সিরিজটি গড়ে ওঠেছে উত্তরপ্রদেশের মির্জাপুর অঞ্চলের পটভূমিতে। সিরিজে পঙ্কজ ত্রিপাঠির অভিনয় দেখার মতন এছাড়াও সিরিজে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, আলি ফজল ও শ্বেতা ত্রিপাঠি।
Paatal Lok – Prime Video :- এই ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার পর বিভিন্ন প্রতিকূলতার সন্মুখীন হতে হয় এই ওয়েব সিরিজটি কে। এই ওয়েব সিরিজটি (Web Series) প্রযোজনা করেন অনুষ্কা শর্মা। ভারতীয় সমাজের শ্রেণী ও বর্ন বিদ্বেষ এই ওয়েব সিরিজের মাধ্যমে অসাধারণ ভাবে চিত্রায়িত করা হয়েছে। ওয়েব সিরিজের চরিত্রদের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে।